দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা সাকিবের
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগ খেলছেন সাকিব। সেখানেই ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের এক পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।রাজনীতি নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। তবে রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’
গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব। নিরাপত্তা শঙ্কায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছাও পূরণ হয়নি তার। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিলেও পরিস্থিতির কারণে তা ঝুলে আছে।
তবে সাকিব জানালেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকেই অবসর নেননি। তার ইচ্ছা, দেশে ফিরে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া।
সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নিইনি আমি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া। ভক্তরা আমাকে সবসময় সমর্থন দিয়েছে, ঘরের মাঠে খেলে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।’
আরও পড়ুন নির্বাচনের তফসিল কী, কেন ঘোষণা করা হয়?
ঢাকাভয়েস/এই


No comments