সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো
ঘটনাস্থলের চিত্র
কালভার্ট রোডের যে স্থানে হাদির ওপর গুলি চালানো হয়েছে, সেই ঘটনাস্থলটি রশি দিয়ে ঘিরে রাখে র্যাব, পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করে ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দুটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজের তথ্য বলছে, তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর ২টা ২১ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর একটি মোটরসাইকেলকে সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। এরপর আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাদি। এ সময় ওই অটোরিকশাটির পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন যেভাবে আলোচনায় আসেন ওসমান হাদি
হামলাকারীরা হাদির নির্বাচনী প্রচারণায়
হাদির নির্বাচনী প্রচারণার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যায়, মতিঝিল ওয়াপদা মাদ্রাসার সামনে ফুটপাতে কাঠের একটি টুলের ওপর হাদি বসে আছেন। পথচারীদের সঙ্গে হাত মেলানোর সময় তার পাশে কালো মাস্ক ও রয়েল ব্লু রঙের পাঞ্জাবি পরিহিত এক যুবককে বসে থাকতে দেখা যায়। যুবকের হাতে সোনালী রঙের চেইন ও নীল রঙের ডায়ালযুক্ত ঘড়ি দেখা যায়। চোখে পাওয়ারফুল চশমা। ওই যুবকের পরনের পোশাকের সাথে গুলি করার সময় মোটরসাইকেল চালকের পোশাকের মিল রয়েছে।
আরেকটি ছবিতে দেখা যায়, রয়েল ব্লু রঙের পাঞ্জাবি পরিহিত ও মুখে কালো মাস্ক এবং গলায় খয়েরি প্রিন্টের চাদর ঝুলানো যুবক হাদির নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করছে। ওই যুবকের পোশাকের সঙ্গে মোটরসাইকেলের পেছনে আরোহীর আসনে বসে থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করা যুবকের মিল রয়েছে।
যা বললেন ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। তিনি বলেন, ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই গুরুতর। তার উপর হামলাকারী সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। ডিএমপি কমিশনার বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র্যাবসহ সবাই কাজ করছে।


No comments