ওসমান হাদির গুলিবিদ্ধ, প্রত্যক্ষদর্শী যা বলছেন
হাদিকে গুলির ঘটনার পর প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিজয়নগর বক্স কালভার্ট এলাকা দিয়ে রিকশায় চড়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে হাদিকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় সময় ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন তার ঘনিষ্ঠ মো. রাফি।
ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা দিয়ে রাফি বলেন, ‘জুম্মার নামাজ শেষে আমরা রিকশায় করে হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে আসতেই একটি মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইয়ের উপর গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’
ওই এলাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী লুৎফর রহমান জানান, দুপুরের দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় পানির ট্যাংকির দিক থেকে মোটরসাইকেলে করে এসে দুই যুবক একজনকে গুলি করে। পরে জানতে পারি তিনি হাদি। গুলি করে তারা দ্রুত আবার সেদিকে চলে যায়।
আরও পড়ুন যেভাবে আলোচনায় আসেন ওসমান হাদি
ওই এলাকায় দায়িত্বরত আনসার সদস্য ইমরান হোসেন হদয় বলেন, ‘হঠাৎ গুলির শব্দ পাই। প্রথমে মনে হয়, টায়ার ব্লাস্ট হলো। এরপরই মানুষের দৌড়াদৌড়ি দেখে দৌড়ে এসে দেখি, গুলিবিদ্ধ হয়ে একজন রিকশায় পড়ে আছেন। তার সঙ্গে আরেকজন ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।’
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বেলা ২টা ২১ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।


No comments