মেট্রো রেলে ১০ শতাংশ যাত্রী কমেছে
ভূমিকম্পে মেট্রো রেলের কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট (ভৌত সরণ বা স্থানচ্যুতি) হয়নি বলে জানিয়েছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গত সপ্তাহে ট্র্যাকের উপর ড্রোন পড়েছে। গত কিছুদিনে টোটাল সাতটা ককটেল পাওয়া গেছে। আমরা জনগণের সচেতনতার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পজিটিভ কিছু লিখুন।এই সম্পদটা শুধু ডিএমটিসিএল এর না। এই সম্পদটা আমাদের সবার। আমরা যেন এটা রক্ষা করতে পারি। ডিএমটিসিএল এমডি বলেন, মেট্রো রেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর থেকে গড়ে ১০ শতাংশ যাত্রী কম যাতায়াত করছে।আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশপাশে রয়েছে। এদিকে রবিবার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে যাওয়ার ঘটনায় রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই বিষয়ে ডিএমটিসিএলের এমডি বলেন, একটা ছেলে ছাদে উঠে গেছে এটা জানার পর পরই আমাদের সিকিউরিটি সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে ফেলে।আল্লাহর রহমত কোনো ক্ষতি হয়নি। সে (ওই কিশোর) কারওয়ান বাজার থেকে আগারগাঁও যায়, সেখান থেকে সে দুই ট্রেনের মধ্যখানে বসে সেখান থেকে সচিবালয় যায়। ওখানেই তাকে নামিয়ে ফেলা হয়।ফারুক আহমেদ বলেন, সে সময় পুরো ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। যার কারণে আমরা ট্রেন বন্ধ করে প্রতিটি ট্রেকে সার্চ করেছি।আজ সকালে সুফার ট্রেন দিয়ে চেক করি, কেউ আছে কিনা। আমাদের কাছে সেফটি ফার্স্ট।মেট্রো রেলের নিরাপত্তা আরও বাড়ানোর কথা জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, স্টেশনের নিচে এন্ট্রি পথে সিসি টিভি লাগানো হবে। যাতে উৎসটা কোথায়, কোথা থেকে এলো, সব দেখা যাবে। ফার্মগেট পার্ক মাঠের ৬৫ শতাংশ জনগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন ‘ভেবেছিলাম, বাঁচার আর আশা নেই’
ঢাকাভয়েস/এই
.jpg)

No comments