Adsterra

লোড হচ্ছে...

সহজ উপায়ে দূর করুন চোখের কালো দাগ


সহজ উপায়ে দূর করুন চোখের কালো দাগ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

অতিরিক্ত ক্লান্তি, রাত জাগা, অবসাদের কারণে চোখের নিচে কালো দাগ পড়ে। মাত্রাতিরিক্ত স্ক্রিনটাইমের কারণেও চোখে বিরূপ প্রভাব পড়ে। আবার ঘুমের অভাবেও ত্বক ফ্যাকাশে ও নিস্তেজ হয়ে যায়, চোখের নিচে ফোলা ভাব তৈরি হয়। এতে পুরো চেহারা ম্লান ও প্রাণহীন লাগে। এজন্য সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসের রুটিন অনুসরণ করতে হবে। পাশাপাশি সঠিক উপায়ে চোখের নিচের কালো দাগ দূর করতে হবে। 

যেভাবে চোখের নিচের কালো দাগ দূর করবেন 

ঠান্ডা সেঁক: ঠান্ডা টি ব্যাগ, শসা বা বরফ একটি কাপড়ে মুড়ে চোখের ওপর কিছুক্ষণ  রাখুন। এটি ফোলাভাব কমাতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করবে। 

ভিটামিন ই: চোখের কালো দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল, তেল বা ক্রিম ব্যবহার করতে পারেন। 

নারকেল তেল: ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে আলতোভাবে মালিশ করলে ফোলাভাব কমে এবং ত্বক পুষ্টি পায়।

অ্যালোভেরা জেল: চোখের নিচের কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। সরাসরি গাছের পাতা থেকে জেল সংগ্রহ করে লাগাতে পারেন। আবার বাজারের কেনা জেলও লাগাতে পারেন। 

পর্যাপ্ত ঘুম জরুরি: ঘুমের অভাবে চোখের নিচে কালো দাগ পড়ে। এ কারণে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। 

প্রচুর পানি পান: পানি কম পান করলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করলে শরীর হাইড্রেট থাকবে।  

ভিটামিন কে সমৃদ্ধ খাবার: ভিটামিন কে রক্ত সঞ্চালন উন্নতি করতে সাহায্য করে। পাশাপাশি ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে। তাই খাদ্য তালিকায় ভিটামিন কে সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, পালং শাক, বাঁধাকপি ও ব্রোকলি ইত্যাদি রাখুন। 


আরও পড়ুন        ‘ভেবেছিলাম, বাঁচার আর আশা নেই’

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.