সহজ উপায়ে দূর করুন চোখের কালো দাগ
যেভাবে চোখের নিচের কালো দাগ দূর করবেন
ঠান্ডা সেঁক: ঠান্ডা টি ব্যাগ, শসা বা বরফ একটি কাপড়ে মুড়ে চোখের ওপর কিছুক্ষণ রাখুন। এটি ফোলাভাব কমাতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করবে।
ভিটামিন ই: চোখের কালো দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল, তেল বা ক্রিম ব্যবহার করতে পারেন।
নারকেল তেল: ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে আলতোভাবে মালিশ করলে ফোলাভাব কমে এবং ত্বক পুষ্টি পায়।
অ্যালোভেরা জেল: চোখের নিচের কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। সরাসরি গাছের পাতা থেকে জেল সংগ্রহ করে লাগাতে পারেন। আবার বাজারের কেনা জেলও লাগাতে পারেন।
পর্যাপ্ত ঘুম জরুরি: ঘুমের অভাবে চোখের নিচে কালো দাগ পড়ে। এ কারণে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।
প্রচুর পানি পান: পানি কম পান করলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করলে শরীর হাইড্রেট থাকবে।
ভিটামিন কে সমৃদ্ধ খাবার: ভিটামিন কে রক্ত সঞ্চালন উন্নতি করতে সাহায্য করে। পাশাপাশি ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে। তাই খাদ্য তালিকায় ভিটামিন কে সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, পালং শাক, বাঁধাকপি ও ব্রোকলি ইত্যাদি রাখুন।
আরও পড়ুন ‘ভেবেছিলাম, বাঁচার আর আশা নেই’
ঢাকাভয়েস/এই
.jpg)

No comments