Adsterra

লোড হচ্ছে...

নজিরবিহীন আত্মহত্যা ইসরাইলি বাহিনীতে, নেপথ্যে কী?

ইসরাইলি সেনা, আত্মহত্যা, গাজা যুদ্ধ, মানসিক স্বাস্থ্য, সৈনিক, সামরিক চাপ, ফিলিস্তিন, সামরিক রিপোর্ট, স্বাভাবিক হার, উদ্বেগজনক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীনভাবে বেড়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। খবর বার্তা সংস্থা মেহেরের।


ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভয়াবহভাবে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানায়, চলমান যুদ্ধজনিত তীব্র মানসিক চাপকেই এই আত্মহত্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।


সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত ৭ জন সক্রিয় ইসরাইলি সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে আত্মহত্যার ঘটনা আরও বেড়ে দাঁড়ায় মোট ২১ জনে এবং ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত অন্তত আরও ২০ জন সেনা আত্মহত্যা করেছেন।


এই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যুদ্ধের আগে প্রতি বছর গড়ে দেশটির সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় ১২ জন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই হার প্রায় দ্বিগুণে পৌঁছেছে।


গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, যুদ্ধক্ষেত্রে ভয়াবহ অভিজ্ঞতা, লাগাতার সহিংসতা এবং মানসিক আঘাতের কারণে সেনাদের মধ্যে মারাত্মক মানসিক চাপ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

No comments

Powered by Blogger.