Adsterra

লোড হচ্ছে...

আবারও প্রেক্ষাগৃহে জয়ার ‘নকশী কাঁথার জমিন’


আবারও প্রেক্ষাগৃহে জয়ার ‘নকশী কাঁথার জমিন’,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বিজয়ের মাস উপলক্ষে আবারও বড় পর্দায় দেখা যাবে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। দুই বোনের ভালোবাসা, ত্যাগ আর জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন ‘খাঁচা’-খ্যাত নির্মাতা আকরাম খান।

মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ পাওয়া যাবে সিনেমায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ দুই বোনের জীবনে যে করুণ পরিণতি নিয়ে আসে তারই আখ্যান সিনেমাটি। সিনেমাটি গেল অক্টোবর থেকে স্ট্রিমিং হচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। কিন্তু বিজয়ের মাসে সিনেমাটি আবারও বড়পর্দায় দেখানোর উদ্যোগ নিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। ‘নকশী কাঁথার জমিন’ এর একটি ইভেন্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জয়া।

জানা যায়, আগামী ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় রাশিয়ান কালচারাল সেন্টারে সিনেমাটি দেখানো হবে। বিশেষ এই প্রদর্শনী দেখার আহ্বান জানিয়ে বলা হয়, লাখো বাঙালির জীবন দিয়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে হাসান আজিজুল হক রচিত বিধবাদের কথা অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক আকরাম খান নির্মিত ‘নকশী কাঁথার জমিন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। দর্শনীর বিনিময়ে প্রদর্শনীর আসন নিশ্চিত করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতেও অনুরোধ জানানো হয়।

প্রদর্শনীটি প্রসঙ্গে জয়া বলেন, ‘প্রেক্ষাগৃহের পর ওটিটিতে এসেছে ‘নকশী কাঁথার জমিন’। আবার এটি বড় পর্দায় দেখা যাবে। আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে সিনেমাটি।’মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়। সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি।

এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

আরও পড়ুন       তপশিলের পরদিন প্রার্থীকে গুলি 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.