যারা নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলা চালিয়েছে : সালাহউদ্দিন
যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।সালাহউদ্দিন বলেন, ‘চট্টগ্রামে হামলার পরে আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবে ব্যবস্থা নেয়নি। নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না।রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ অঙ্গীকারে বিএনপি এ ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবে।’
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি ঐক্য থাকে, তবে জাতীয়ভাবে এ-জাতীয় ঘটনা প্রতিরোধ করা সম্ভব।’
তিনি আরো বলেন, ‘কালকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, সেখানে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সেখানে যাবে বিএনপি। হাদির পাশাপাশি আরো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এ-জাতীয় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ্যাসিবাদ মনে করে নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা।’
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যান দুইজন।পরে গুরুতর আহত ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আরও পড়ুন তপশিলের পরদিন প্রার্থীকে গুলি
ঢাকাভয়েস/এই


No comments