Adsterra

লোড হচ্ছে...

রাস্তায় যানজটে আটকা নগরবাসী, ভোগান্তি


রাস্তায় যানজটে আটকা নগরবাসী, ভোগান্তি,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিজয় শোভাযাত্রা ঘিরে গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে। এ ছাড়া শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, বিজিবি গেটসহ আশপাশের রাস্তা ও গলিতেও তীব্র যানজট দেখা দেয়। এতে বিকেল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

শোভাযাত্রাটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে ধানমন্ডি কেএফসির সামনে পথসভার মাধ্যমে রাত ৭টার দিকে শেষ হয়।

পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া আক্তার হোসেন নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, শুক্রবার পরিবার নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। ঘোরাঘুরি হতো হয়নি, যানজটে ভোগান্তিতে পড়লাম। এক ঘণ্টার বেশি সময় কলাবাগান সিগন্যালে আটকে রয়েছি। দেশে কেউ আছে কিনা বোঝার উপায় নেই।

নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। 

পূর্ব ঘোষিত বিজয় শোভাযাত্রা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আসিফ মাহমুদ।

এ সময় আসিফ ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই; ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই;’ ‘হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ নানা স্লোগান দিতে থাকেন।

ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ বলেন, একটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায় যানজট দেখা দিয়েছে। রাত ৭টার দিকে কর্মসূচি শেষ হলেও রাত নয়টা পর্যন্ত সড়কে তীব্র যানজট ছিল। 

আরও পড়ুন       তপশিলের পরদিন প্রার্থীকে গুলি 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.