Adsterra

লোড হচ্ছে...

স্বামীর বিরুদ্ধে মামলা, কত কোটি টাকা ভরণপোষণ দাবি করলেন সেলিনা

 



স্বামীর বিরুদ্ধে মামলা, কত কোটি টাকা ভরণপোষণ দাবি করলেন সেলিনা,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। গত ২১ নভেম্বর মুম্বাইয়ের আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় মামলাটি দায়ের করেছেন তিনি। মঙ্গলবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এস সি তাডয়ের আদালতে মামলার আবেদনটির শুনানি হয়। পরে আদালত পিটার হাগকে নোটিশ পাঠিয়েছেন। মামলার পরবর্তী শুনানির জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।মামলার অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী অভিনেত্রীর উল্লেখ করেন, অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের হাতে গুরুতর মানসিক, শারীরিক, যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তার সন্তানরা বর্তমানে অস্ট্রিয়ায় তাদের বাবার সাথে বসবাস করছে।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুম্বাই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি রুপি খোরপোশ দাবি করেছেন সেলিনা, যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ কোটির টাকার বেশি। এছাড়া সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ রুপি দাবিও করেছেন তিনি।পিটার হাগ একজন অস্ট্রিয়ান উদ্যোক্তা, হোটেল ব্যবসায়ী, মার্কেটার ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট। তিনি দুবাই ও সিঙ্গাপুরের স্বনামধন্য হোটেল চেইনে কাজ করেছেন। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১১ সালে সেলিনা জেটলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে থেকেই তিনি আন্তর্জাতিক হোটেল শিল্পে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন।এক পুরোনো সাক্ষাৎকারে সেলিনা জানান, দুবাইয়ের একটি ইভেন্টে প্রথম দেখা হয়েছিল তাদের। ভারতীয় একটি ফ্যাশন ব্র্যান্ডের স্টোর ওপেনিংয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা। সেখানে পারিবারিক এক বন্ধু তাঁকে পিটার হাগের সঙ্গে পরিচয় করিয়ে দেন।সেলিনা বলেন, ‘ওই মুহূর্তে তাঁকে দেখে মনে হয়েছিল, এই মানুষটাই আমার স্বামী হওয়ার যোগ্য। আমরা তখন কথা বলিনি পরে আমাদের আলাপ হয়। পিটারের ভদ্রতা ও কোমল স্বভাব দেখে মুগ্ধ হয়েছিলাম।’২০১০ সালে সেলিনার পরিবারকে দেখতে পিটার ভারত আসেন। এক সন্ধ্যায় তারা বাইরে ঘুরতে গেলে পিটার তাঁকে বিশেষভাবে শাড়ি পরতে বলেছিলেন। সেই রাতেই পিটার হাগ প্রপোজ করেন। পরে ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বাসায় পরিবারের উপস্থিতিতে তাঁদের আংটি বদল হয়।২০১১ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১২ সালে যমজ সন্তানের মা–বাবা হন। পাঁচ বছর পর সেলিনা আবার যমজ সন্তানের জন্ম দেন, যদিও তাদের একজন জন্মগত হৃদরোগে মারা যায়।গত বছরও সেলিনা জেটলি স্বামীকে নিয়ে ভালোবাসায় ভরা একাধিক ছবি ও পোস্ট করেছিলেন। তাঁদের এনগেজমেন্টের ১৪ বছর পূর্তিতে তিনি ইনস্টাগ্রামে আবেগঘন বার্তাও দিয়েছিলেন। কিন্তু এক বছর পর স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করলেন সেলিনা।


আরও পড়ুন       প্রতিবেশী দেশগুলো থেকে আসছে বাংলাদেশের চ্যালেঞ্জ 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.