Adsterra

লোড হচ্ছে...

শীতে হাত কোমল রাখবেন যেভাবে


শীতে হাত কোমল রাখবেন যেভাবে,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

শীতে ত্বক হয়ে পড়ে শুষ্ক, প্রাণহীন। বিশেষ করে হাত-পায়ের ত্বক অতিরিক্ত শুষ্ক, খসখসে এবং রুক্ষ হয়ে যায় । এর ফলে চুলকানি এবং ফাটার সমস্যাও দেখা দেয়। এই শীতে হাত কোমল রাখতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

হাত ময়েশ্চারাইজ করুন

বাজারে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায় । কিছু কিছু আছে শুধু হাত-পায়ের জন্যই বিশেষভাবে তৈরি। ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনতে প্রতিবার হাত ধোয়ার পর এসব ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নারকেল তেলের মতো কিছু তেলও হাত কোমল রাখতে সাহায্য করে। 

রাতের যত্ন

যাদের হাত ও পা অত্যন্ত শুষ্ক তারা আরও ভালো ফলের জন্য রাতে আলাদাভাবে যত্ন নিন। এর জন্য,হাতে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন লাগান । ঘুমানোর সময় হাতে-পায়ে মোজা ব্যবহার করুন। 

সূর্যের তাপ থেকে সুরক্ষা

যদিও শীতে সূর্যের তীব্রতা কম থাকে তারপরও এর ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক সুরক্ষা করা প্রয়োজন। শুধু মুখ নয়, সূর্যের আলো হাত সুরক্ষিত রাখতে বাইরে বের হলে   ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন।

অ্যালোভেরা ব্যবহার করুন

অ্যালোভেরার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে থাকা প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ত্বকের বিশেষ যত্ন নেয়। কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। 

সাবান ব্যবহার এড়িয়ে চলুন

সাবানে থাকা রাসায়নিকের কারণে হাতে শুষ্কতা দেখা দেয়। শুষ্কতা রোধ করার জন্য ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এড়িয়ে চলুন। 

গ্লাভস ব্যবহার করুন

ঘরের কাজে যাদের বেশি বেশি পানি ধরার কাজ করতে হয় তারা গ্লাভস ব্যবহার করুন। কারণ অতিরিক্ত পানির সংস্পর্শে ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। এর ফলে হাত শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায়। রাবারের গ্লাভস অনেকক্ষণ পানিতে ভেজালেও হাত শুষ্ক হওয়া রোধ করতে সাহায্য করে। 

আরও পড়ুন  বাড়িতে ভাঙা হাড়ের এক্স-রে, লতাপাতায় ব্যান্ডেজ  

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.