Adsterra

লোড হচ্ছে...

ওটিটিতে যা দেখতে পারেন


ওটিটিতে যা দেখতে পারেন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলোচিত কিছু সিনেমা ও ওয়েব সিরিজ। তা তুলে ধরা হলো এখানে–  

চরকি

২৭ নভেম্বর চরকিতে মুক্তি পেয়েছে বাংলা ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। অভিনয় করেছেন মিথিলা, সৌম্য জ্যোতি ও সামিরা খান মাহি। গল্পে দেখা যায়, বন্ধুদের সঙ্গে রাতে পার্টিতে যোগ দেয় মিথিলা। পরদিন সকালে নিজের শরীরে অজানা আঁচড় দেখে আতঙ্কিত হয় সে। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন জানতে পারে– আগের রাতের প্রায় ১২ ঘণ্টার স্মৃতি সম্পূর্ণ হারিয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া সময় আসলে কী ঘটেছিল, তা জানতে তদন্তে নামে পুলিশ।

হইচই

২৮ নভেম্বর হইচইতে এসেছে বাংলা সিনেমা ‘বিসমিল্লা’। এতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভশ্রী ও ঋদ্ধি সেন। গল্প আবর্তিত হয়েছে বিসমিল্লা নামে এক সংগীতপ্রেমী যুবককে কেন্দ্র করে, যাঁর বাবা জনপ্রিয় সানাই বাদক। কিন্তু বিসমিল্লার মন পড়ে বাঁশিতে। বাবার ইচ্ছা, পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে তাঁকে সানাই বাজাতেই হবে। দ্বন্দ্ব, দায়িত্ব আর শিল্পীসত্তার টানাপোড়েনে এগিয়েছে পুরো গল্প।

জি ফাইভ

২৮ নভেম্বর জি ফাইভে এসেছে বাংলা থ্রিলার সিনেমার সিকুয়েল ‘রক্তবীজ ২’। অভিনয়ে আছেন ভিক্টর ব্যানার্জি, আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই সিকুয়েলে দেখা যায়, ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার পঙ্কজ সিনহা (আবীর) আবারও যুক্ত হন এক শ্বাসরুদ্ধকর মিশনে। প্রাণঘাতী চক্রের ষড়যন্ত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতিকে হত্যার পরিকল্পনা বানচাল করাই তাঁর মূল দায়িত্ব।

নেটফ্লিক্স

২৭ নভেম্বর নেটফ্লিক্সে এসেছে হিন্দি রোমান্টিক কমেডি সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। অভিনয়ে রয়েছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ও সানিয়া মালহোত্রা। গল্পে দেখা যায়, সানি ও তুলসী নিজেদের সাবেক প্রেমিক-প্রেমিকার বিয়ে নষ্ট করতে একে অন্যের প্রেমে পড়ার ভান করে। কিন্তু অভিনয় করতে করতে একসময় সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে– আর সেখান থেকেই শুরু হয় জটিলতা ও ভুল বোঝাবুঝি।এদিন প্ল্যাটফর্মটিতে আরও এসেছে বহুল প্রতীক্ষিত ইংরেজি সাই-ফাই সিরিজের নতুন সিজন ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। প্ল্যাটফর্মে আপাতত এসেছে প্রথম চারটি পর্ব, বাকিগুলো আসবে ক্রিসমাস ও নববর্ষে। এবারের গল্প ১৯৮৭ সালের শরৎকালকে কেন্দ্র করে– যেখানে পুরো হকিনস সামরিক কোয়ারেন্টিনে। ভেকনা উধাও হয়ে গেছে, আর তার খোঁজে তৎপর সরকার। পরিস্থিতি জটিল হওয়ায় ইলেভেনকে আবারও লুকিয়ে থাকতে হচ্ছে। 

 আরও পড়ুন        খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ 

ঢাকাভয়েস/এই

 


No comments

Powered by Blogger.