Adsterra

লোড হচ্ছে...

শীতে মেকআপ সুন্দর রাখার কৌশল


শীতে মেকআপ সুন্দর রাখার কৌশল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

শীতে ত্বক শুষ্ক- রুক্ষ হয়ে যায়। ঠোঁট ফাটার সমস্যাও দেখা দেয়। তখন মেকআপ করলেও ত্বক ভালো দেখায় না। এই সময়ে মেকআপ যাতে নিঁখুত ও স্থায়ী হয় সেজন্য কিছু কৌশল জেনে রাখুন। যেমন-  

ফাউন্ডেশন

শীতকালে শুষ্ক ত্বকে ফাউন্ডেশন পাউডার লাগানো এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে, লিকুউড ফাউন্ডেশন ব্যবহার করুন। তাহলে ত্বক দ্রুত শোষণ করে নেবে। এসব ফাউন্ডেশনে থাকা তেল এবং ময়েশ্চারাইজিং গুণাবলীও শুষ্ক ত্বক কোমল রাখলে  সহায়তা করবে। শীতে ত্বক উজ্জ্বল দেখাবে লিকুউড ফাউন্ডেশন ব্যবহার করলে। 

আইশ্যাডো

শীতে উজ্জ্বল এবং রঙিন আইশ্যাডো ব্যবহার এড়িয়ে চলুন। বরং হালকা গোলাপি, বাদামির মতো হালকা শেডগুলি বেছে নিন। চোখের মেকআপ সুন্দর দেখাতে স্মোকি আইশ্যাডোও বেছে নিতে পারেন। 

ব্লাশন

ঠান্ডার কারণে শীতে ত্বক ফ্যাকাশে দেখাতে পারে। নিজেকে প্রাণবন্ত দেখাতে দ্রুত এবং সহজ উপায়ের কথা ভাবছেন? তাহলে দুই গালে ব্লাশন ব্যবহার করুন। এক্ষেত্রে পীচ বা গোলাপি ব্লাশন বেছে নিতে পারেন। ব্রোঞ্জারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটি ব্যবহারে তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল দেখাবে। 

লিপ বাম এবং লিপস্টিক

ফাটা ঠোঁটের কারণে সুন্দর সাজও ম্লান দেখায়। তাই শীতকালে, সব সময় ব্যাগে চ্যাপস্টিক বা লিপ বাম রাখুন। শীতকালে ঠোঁটের শুষ্কতা রোধে লিপবাম লাগানো সবচেয়ে ভালো উপায়। চেহারায় উজ্জ্বলতা আনতে গাঢ় রঙের লিপস্টিক লাগাতে পারেন। মুখে হালকা মেকআপ থাকলেও গাঢ় লিপস্টিক আপনাকে আলাদা করে তুলবে। 

ফেসমাস্ক

শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ফেসমাস্কের জুড়ি নেই। প্রতি সপ্তাহে ৫ থেকে ১৫ মিনিটের জন্য একটি শিট মাস্ক লাগালে ত্বক সুন্দর থাকবে। মেকআপ করলেও তখন ভালো দেখাবে।

 আরও পড়ুন        খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’

ঢাকাভয়েস/এ


No comments

Powered by Blogger.