Adsterra

লোড হচ্ছে...

নিলামে রেকর্ড দামে বিক্রি টাইটানিক যাত্রীর ঘড়ি


নিলামে রেকর্ড দামে বিক্রি টাইটানিক যাত্রীর ঘড়ি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ডুবে যাওয়া টাইটানিক জাহাজের মৃত যাত্রী ইসিডর স্ট্রাউসের কাছ থেকে পাওয়া স্বর্ণের একটি পকেট ঘড়ি রেকর্ড দামে বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যে এক নিলামে ১৭ লাখ ৮০ হাজার পাউন্ডে এটি বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা (এক পাউন্ড সমান ১৫৯.৯৫ টাকা হিসাবে)। এই ধরনের সংগ্রহযোগ্য সামগ্রীর ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। ১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে বিশাল বরফখণ্ডে (হিমশৈল) ধাক্কা খেয়ে ডুবে যায়। এতে মারা যান দেড় হাজারের বেশি যাত্রী। তাদেরই একজন মার্কিন ধনকুবের ইসিডর স্ট্রাউস। তিনি ছিলেন ওই জাহাজের অন্যতম ধনী যাত্রী। ওই ঘটনায় তাঁর স্ত্রী আইডাও মারা গেছেন।ঘটনার কয়েক দিন পর আটলান্টিক মহাসাগর থেকে স্ট্রাউসের মরদেহ উদ্ধার করা হয়। তখনই তাঁর সঙ্গে পাওয়া যায় ১৮ ক্যারেট স্বর্ণের জুলেস জারগেনসেন ব্র্যান্ডের পকেট ঘড়িটি। পরিবার চার প্রজন্ম ধরে এটি সংরক্ষণ করে রেখেছিল। পরবর্তী সময় ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে ঘড়িটি তোলা হলে রেকর্ড দামে বিক্রি হয়। স্ট্রাউস দম্পতির পরিবারের কাছে থাকা এ ঘড়ি শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারে হেনরি অ্যালরিজ অ্যান্ড সন অকশনার্স নামের প্রতিষ্ঠান আয়োজিত নিলামে বিক্রি হয়েছে।জার্মানিতে জন্ম নেওয়া ইসিডর স্ট্রাউস ছিলেন যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিউইয়র্কের বিখ্যাত মেসিজ ডিপার্টমেন্ট স্টোরের সহমালিক। টাইটানিক ডুবির রাতে আইডাকে লাইফবোটে উঠতে বলা হলেও তিনি স্বামীকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান এবং তাঁর সঙ্গেই মৃত্যুবরণ করেন। আইডার মরদেহ আর পাওয়া যায়নি।টাইটানিকের আনুষ্ঠানিক কাগজে লেখা এবং জাহাজে থাকা অবস্থায় পাঠানো আইডা স্ট্রাউসের একটি চিঠিও এদিন নিলামে এক লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। এ ছাড়া টাইটানিকের যাত্রীদের একটি তালিকা এক লাখ চার হাজার পাউন্ডে এবং উদ্ধারকৃত যাত্রীদের পক্ষ থেকে উদ্ধারকারী জাহাজ আরএমএস কারপাথিয়ার ক্রুদের দেওয়া একটি স্বর্ণের পদক ৮৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বিবিসি।

আরও পড়ুন       প্রতিবেশী দেশগুলো থেকে আসছে বাংলাদেশের চ্যালেঞ্জ 

ঢাকাভয়েস/এই



No comments

Powered by Blogger.