Adsterra

লোড হচ্ছে...

শেখ হাসিনা খালাস পাবেন, আশা আইনজীবী আমির হোসেনের


শেখ হাসিনা খালাস পাবেন, আশা আইনজীবী আমির হোসেনের,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন বলেন আশা করেছেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন। আজ বৃহস্পতিবার রায়ের তারিখ নির্ধারণের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, আমার প্রত্যাশা, আমার মক্কেলরা খালাস পাবেন। এটা আমি বিশ্বাস করি। ট্রাইবুনালের সব জাজকে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে মামলার সাক্ষী, জবানবন্দি, জেরা শেষ করেছেন। রায়ের জন্য দিন ধার্য করেছেন।তিনি আরও বলেন, আমি মনে করি, যেসব সাক্ষী জবানবন্দি দিয়েছেন, জেরা হয়েছে, বিভিন্ন সময় আইনজীবী হিসেবে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সক্ষম হয়েছি। দালিলিক সাক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস কবি, আমার মক্কেলরা খালাস পাবেন।বিচারপ্রক্রিয়া নিয়ে আমির হোসেন বলেন, আমি কোনো অস্বস্তি দেখি নাই। কেউ আমাকে ইন্টারেপ্ট করে নাই। মামলা পরিচালনায় যে সহযোগিতা লাগে যেমন দলিল-দস্তাবেজ, রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে। যে সব ডকুমেন্ট পেয়েছি তার আলোকেই আমাকে কাজ করতে হয়েছে।

আরও পড়ুন   নতুন কিছু করতে ভয় পান? আপনারও থাকতে পারে ‘নিওফোবিয়া’

  ঢাকাভয়েস/এ

No comments

Powered by Blogger.