পড়ালেখা ও খেলাধুলার কোনো বিকল্প নেই: এ্যানী
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা জরুরি। পড়ালেখা ও খেলাধুলার কোনো বিকল্প নেই। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব আয়োজনের মাধ্যমে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে যাবে।রোববার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পাবলিক লাইব্রেরি ও টাউন হলে লক্ষ্মীপুর সোসাইটি ও আলফা স্টার ফাউন্ডেশন আয়োজিত এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫-প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাদকের ভয়াবহ বিস্তার সমাজকে কলুষিত করছে উল্লেখ করে এ্যানী বলেন, ‘মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সন্তানরা। এর দায় বাবা-মা, শিক্ষক, রাজনীতিবিদসহ সমাজের প্রতিটি দায়িত্বশীল মানুষের। কেউ এর দায় এড়াতে পারবে না।’তিনি আরও বলেন, শিক্ষা, কারিকুলাম অ্যাক্টিভিটিজ ও ক্রীড়াঙ্গন একটি সুস্থ সমাজ নির্মাণে অত্যন্ত প্রয়োজনীয়। সন্তানরা যেন সঠিক পথে এগিয়ে যেতে পারে, সেদিকে প্রতিটি অভিভাবক ও শিক্ষকের দায়িত্বশীল দৃষ্টি রাখা প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা বলেন, ১৭ বছর ধরে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। জনগণ এখন ভোট দিতে মুখিয়ে আছে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট আয়োজনের জন্য দাবি জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও লক্ষ্মীপুর সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি। অনুষ্ঠান পরিচালনা করেন আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুন ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না
ঢাকাভয়েস/এই


No comments