এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে পাসের হার
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফল প্রকাশিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, যা গতবারের তুলনায় ১৯ শতাংশ কম।
ফলাফল জানার উপায় :
১. অনলাইন পোর্টাল : শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবে।
২. শিক্ষা প্রতিষ্ঠান/পরীক্ষা কেন্দ্র : সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও ফল জানা যাবে।
৩. এসএমএস : মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর` লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুন টাইফয়েড টিকা নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর এখানে
ঢাকা ভয়েস /এসএস
No comments