জরিপে জামায়াতের সমর্থন বাড়লেও জিতবে বিএনপিই : রুমিন ফারহানা
জরিপে জামায়াতে ইসলামীর সমর্থনের হার বাড়লেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি নয়, জিতবে বিএনপি-এমন মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জরিপ ও নির্বাচনের ফলাফল এক নয় ; ভোটের মাঠেই চূড়ান্ত চিত্র ফুটে উঠবে।
রুমিন ফারহানা বলেন, নির্বাচন ঘনিয়ে এলে প্রতিটি দলই নিজেদের অনুকূলে বক্তব্য দেবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থার কয়েকটি জরিপ দেখেছি। যেই পদ্ধতিই ব্যবহার করা হোক, সব জরিপেই বিএনপি এগিয়ে আছে। তবে আমরা কতটি আসন পাব, তা নিয়ে এখনই হিসাব কষা ঠিক হবে না।
আরও পড়ুন ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট
সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ৩১ শতাংশ ভোটার, অন্যদিকে বিএনপির পক্ষে রয়েছেন ৪১ শতাংশ। এই ব্যবধান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, জামায়াতের সমর্থন কিছুটা বেড়েছে সত্য, কিন্তু যদি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়, তবে এই ব্যবধান খুব বেশি নয়।
তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ কার্যত মাঠে নেই। তাদের ভোটারদের একটি বড় অংশ কোনোভাবেই অন্য প্রতীকে ভোট দেবে না, এটা নিশ্চিত। তবে বাকি অংশের কেউ হয়তো জামায়াতকে, কেউ এনসিপিকে বা কেউ ধানের শীষে ভোট দিতে পারেন। ফলে প্রতিটি দলের ভোটের অনুপাতে কিছু বৃদ্ধি দেখা যাচ্ছে।
জরিপে জামায়াতের উত্থানকে নির্বাচনী সাফল্যের ইঙ্গিত বলে মনে করেন না রুমিন ফারহানা। তার ভাষায়, জরিপের ফল অনেক কিছুর ওপর নির্ভর করে-কোন এলাকায়, কোন বয়সী বা গ্রাম-শহরভেদে জরিপ করা হচ্ছে, তার প্রভাব পড়ে। তাই প্রতিটি জরিপের ফল এক হয় না। শেষ পর্যন্ত ভোটের মাঠেই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
No comments