Adsterra

লোড হচ্ছে...

গাজা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজা, রাশিয়া, পুতিন, ইসরায়েল, নেতানিয়াহু, ফিলিস্তিন, যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্য, ট্রাম্প, শান্তি পরিকল্পনা, আন্তর্জাতিক রাজনীতি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সোমবার (৬ অক্টোবর) এই ফোনালাপে তারা যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কথা বলেন।

ক্রেমলিনের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতা আলোচনা করেন। আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি এবং সিরিয়ার স্থিতিশীলতা সম্পর্কেও আলোচনা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পুতিন ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রশংসা করেছেন এবং এটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।


আরও পড়ুন  খাওয়ার সময় ফোন বা টিভি দেখলে যেসব স্বাস্থ্যগত সমস্যা হতে পার

ঢাকা ভয়েস /এসএস



No comments

Powered by Blogger.