Adsterra

লোড হচ্ছে...

''ইসরায়েল চোখের সামনে একটি জাতিকে মুছে ফেলছে"

''ইসরায়েল চোখের সামনে একটি জাতিকে মুছে ফেলছে", ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News



গাজার পরিস্থিতি নিয়ে গ্রেটা থুনবার্গের ক্ষোভ: "ইসরায়েল চোখের সামনে একটি জাতিকে মুছে ফেলছে"সুইডিশ পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ বলেছেন, “ইসরায়েল আমাদের চোখের সামনে একটি পুরো জাতিকে মুছে ফেলার চেষ্টা করছে।” গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে শান্তিপূর্ণ ত্রাণ মিশনে অংশ নেওয়ায় সোমবার (৬ অক্টোবর) ইসরায়েল তাকে ও আরও ৭১ জন আন্দোলনকারীকে বহিষ্কার করে।গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ১৬১ জন আন্দোলনকারী একটি ফ্লাইটে এথেন্সে পৌঁছান, যাদের মধ্যে ২২ বছর বয়সী থুনবার্গ ছাড়াও গ্রিসের ২৭ জন এবং আরও প্রায় ২০টি দেশের নাগরিক ছিলেন।গ্রেটা থুনবার্গসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০ জন অধিকারকর্মী ৪০টিরও বেশি নৌযান নিয়ে অবরুদ্ধ, দুর্ভিক্ষপীড়িত এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের আটক করে এবং ৪৭৯ জনকে গ্রেপ্তার করে। পরে এদের মধ্যে ৩২১ জনকে তুরস্ক, গ্রিসসহ বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়।

এথেন্স বিমানবন্দরে পৌঁছে জনসমক্ষে থুনবার্গ বলেন,“গাজায় একটি গণহত্যা চলছে। আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং জঘন্য যুদ্ধাপরাধ ঠেকাতে ব্যর্থ হচ্ছে।”তিনি বলেন, “আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে মানবিক সাহায্য পাঠিয়ে আমাদের সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে চেয়েছি।”গ্রেটা আরও অভিযোগ করেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। যখন গাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, তখন সেখানে ত্রাণ পাঠাতে বাধা দেওয়া এক অমানবিকতা।”সুইস ও স্প্যানিশ আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আটক হওয়ার পর ইসরায়েলি বাহিনী তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে। থুনবার্গ বলেন, “আমাদের সঙ্গে কী হয়েছে সে গল্প নয়, মূল বিষয় হলো—গাজায় কী হচ্ছে।”স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ বলেন, “আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু ফিলিস্তিনিরা প্রতিদিন যেটা সহ্য করছেন, তার তুলনায় এটা কিছুই না।”

 আরও পড়ুন  নতি স্বীকার, নেতানিয়াহুর পতন কী শুরু   

ঢাকাভয়েস/এই


No comments

Powered by Blogger.