''ইসরায়েল চোখের সামনে একটি জাতিকে মুছে ফেলছে"
এথেন্স বিমানবন্দরে পৌঁছে জনসমক্ষে থুনবার্গ বলেন,“গাজায় একটি গণহত্যা চলছে। আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং জঘন্য যুদ্ধাপরাধ ঠেকাতে ব্যর্থ হচ্ছে।”তিনি বলেন, “আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে মানবিক সাহায্য পাঠিয়ে আমাদের সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে চেয়েছি।”গ্রেটা আরও অভিযোগ করেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। যখন গাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, তখন সেখানে ত্রাণ পাঠাতে বাধা দেওয়া এক অমানবিকতা।”সুইস ও স্প্যানিশ আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আটক হওয়ার পর ইসরায়েলি বাহিনী তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে। থুনবার্গ বলেন, “আমাদের সঙ্গে কী হয়েছে সে গল্প নয়, মূল বিষয় হলো—গাজায় কী হচ্ছে।”স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ বলেন, “আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু ফিলিস্তিনিরা প্রতিদিন যেটা সহ্য করছেন, তার তুলনায় এটা কিছুই না।”
আরও পড়ুন নতি স্বীকার, নেতানিয়াহুর পতন কী শুরু
ঢাকাভয়েস/এই
No comments