Adsterra

লোড হচ্ছে...

গুগল-ইউটিউবের বিরুদ্ধে চার কোটি রুপির মামলা অভিষেক-ঐশ্বরিয়ার

গুগল-ইউটিউবের বিরুদ্ধে চার কোটি রুপির মামলা অভিষেক-ঐশ্বরিয়ার,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,ba

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন গুগল এবং ইউটিউবের বিরুদ্ধে চার কোটি রুপির মামলা করেছেন। অভিযোগ, তাদের ছবি ও ভিডিওকে এআইভিত্তিক ডিপফেক ভিডিওতে ব্যবহার করা হয়েছে। গতকাল শুক্রবার বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই বলিউড দম্পতি আগে থেকেই তাদের ব্যক্তিগত অধিকার নিয়ে সোচ্চার। তাদের অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো এ ধরনের প্রতারণামূলক কনটেন্ট নিয়ন্ত্রণ ছাড়া ছড়ানোর সুযোগ দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বচ্চন দম্পতি ইউটিউবের কনটেন্ট মনিটরিং ও তৃতীয় পক্ষের ট্রেনিং নীতির বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, এই কনটেন্ট এআই মডেল ট্রেনিংয়ে ব্যবহৃত হলে, এটি আরও বেশি অবৈধ বা ইচ্ছাকৃতভাবে পরিবর্তিত কনটেন্ট তৈরির সুযোগ তৈরি করবে।

মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত বিষয়বস্তুকে জড়িয়ে কিছু ডিপফেক ভিডিও অনলাইনে প্রচার হয়েছে। যেমন ‘এআই বলিউড ইশক’ নামে একটি চ্যানেলে ২৫০টিরও বেশি বিকৃত বা জোড়াতালি দেওয়া ক্লিপ আছে। এর মধ্যে কয়েকটি মিলিয়ন ভিউ পার করেছে। এ ধরনের ভিডিওতে ঐশ্বর্য রাই বচ্চনকে সালমান খানের সঙ্গে পুলে দেখা যায় বা অভিষেক বচ্চনকে কোনো অভিনেত্রীর সঙ্গে দেখা যায়। গত মাসে দিল্লি হাইকোর্ট গুগলের আইনজীবীকে বিস্তারিত লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী বছরের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট

পেশাগত দিক থেকে অভিষেক বচ্চন দুটি বড় প্রজেক্টের জন্য প্রস্তুত হচ্ছেন। একটি হলো কিং। যেখানে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, সুহানা খান, রানি মুখার্জি ও অভয় বর্মা থাকবেন। আরেকটি হলো রাজা শিবাজি। যেখানে রিতেশ দেশমুখ প্রধান চরিত্রে থাকবেন। তবে ঐশ্বর্য রাই বচ্চন এখন পর্যন্ত কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি। 

No comments

Powered by Blogger.