পরীর অজানা অধ্যায়...
ক্যারিয়ারের শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ছবি হিট না হলেও ব্যক্তিগত নানা কারণে আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন এই নায়িকা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদযাপন সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকা এই নায়িকা প্রায় প্রতিদিনই নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। নানাভাবেই ভক্তদের সারপ্রাইজ দেন তিনি।
নতুন খবর হলো পরীমণি এবার আসছেন মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দশম পর্বে। আগামীকাল শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচারিত হবে বিশেষ এই পর্বটি। এবার প্রায় ১০০ মিনিট পরীমণি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি। আগের থেকে অনেক বেশি পরিণত পরীমণি পডকাস্টে বলেছেন, ‘এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।’
পরীমণি এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পরী বলেন, ‘এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি ২ টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।’
এরপর পরী মজা করে পডকাস্টে আরও বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।’
আরও পড়ুন ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট
পরী আরও জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি তিনি। বহুমুখী প্রতিভার পরী বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন, অন্যান্য রান্নারও তদারকি করেছিলেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
এদিকে স্যোশাল মিডিয়ায় একের পর পোস্ট দিয়ে নেটিজেন মাতাচ্ছেন পরীমণি। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মধ্যে শেয়ার করে নিতে। কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন কখনো আবার নতুন কোনো ব্যক্তিগত জীবনের খুটি-নাটি ও বিভিন্ন ঘটনা শেয়ার করে বিস্ময় জাগান ভক্তদের মনে। সর্বশেষ গত বুধবার সন্তানদের নিয়ে বোরকা পরে হাসপাতালে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেন সামাজিক মাধ্যমে। জানা যায়, মূলত তার দুই সন্তানকে ভ্যাকসিন দিতে হাসপাতালে যান তিনি। সেখানে দেখা যায়, বোরকা পরে গাড়িতে চড়ে সন্তানদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন পরীমণি। পরে হাসপাতালের সামনে ও ভেতরে সন্তানদের সঙ্গে তার মিষ্টি খুনসুটি ধরা পড়ে ভিডিওতে। ক্যাপশনে পরী লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটো-খাটো একটা যুদ্ধের মতো।’
তার একদিন আগে একটি গহনার ব্র্যান্ডের হয়ে ফটোশুটে অংশ নিয়ে নজরকাড়া পোশাক আর গহনায় দ্যুতি ছড়িয়েছেন তিনি। নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে। সেই ফটোশুটের তিনটি ছবি শেয়ার করেও দ্যুতি ছড়ান নেটিজেনদের মধ্যে।
No comments