Adsterra

লোড হচ্ছে...

উইং কুয়াই উৎসব : থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মহিষের দৌড় উদযাপন

উইং কুয়াই উৎসব, থাইল্যান্ড, মহিষের দৌড়, চনবুরি, ঐতিহ্যবাহী উৎসব, আন্তর্জাতিক পর্যটন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উল্লাস, কৃষি, পর্যটক

থাইল্যান্ডের চনবুরি শহরে অনুষ্ঠিত হচ্ছে ১৫৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী মহিষের দৌড় উৎসব, যা স্থানীয়রা “উইং কুয়াই” নামে চেনেন। এই উৎসব শুধু প্রতিযোগিতা নয়, বরং থাইল্যান্ডের সংস্কৃতি ও উল্লাসের একটি বড় অংশ।

উৎসবে শত শত মানুষ জড়ো হয়েছেন, যেখানে বুনো মহিষরা অংশ নিচ্ছে ১০০ মিটার লম্বা ট্র্যাকে। দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া মহিষদের মধ্যে কিছু ছোট, আবার কিছু বিশাল আকৃতির—কোনো কোনো মহিষের ওজন এক টনেরও বেশি! পাঁচটি ক্যাটাগরিতে—সুপার জুনিয়র থেকে জাম্বো—মহিষরা প্রতিযোগিতা করছে।

এছাড়া উৎসবে রয়েছে খাবারের স্টল, ঝুলন্ত চাকায় ঘোরার রাইড, এবং সুন্দরী প্রতিযোগিতা। একজন পর্যটক স্যাম বলেন, “আমি জীবনে এমন কিছু কখনো দেখিনি! এটা একেবারে পাগলাটে—এত আনন্দ আর এত উল্লাস একসাথে!”

উৎসবটি মূলত শুরু হয়েছিল কৃষিতে মহিষের অবদানের স্বীকৃতি দিতে, তবে আজ এটি আন্তর্জাতিক পর্যটনের একটি বড় আকর্ষণ হয়ে উঠেছে।


আরও পড়ুন  খাওয়ার সময় ফোন বা টিভি দেখলে যেসব স্বাস্থ্যগত সমস্যা হতে পারে

ঢাকা ভয়েস /এসএস




No comments

Powered by Blogger.