Adsterra

লোড হচ্ছে...

ভারত–আফগানিস্তান সম্পর্ক পুনরুদ্ধার : কাবুলে দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিলেন জয়শঙ্কর

ভারত, আফগানিস্তান, কাবুল দূতাবাস, জয়শঙ্কর, আমির খান মুত্তাকি, তালেবান সরকার, দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংবাদ, দক্ষিণ এশিয়া

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঘোষণা করেছেন, কাবুলে পুনরায় চালু হচ্ছে ভারতের দূতাবাস। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের সময় তিনি এ ঘোষণা দেন।

বৈঠকের শুরুতে দুই পররাষ্ট্রমন্ত্রী করমর্দন ও যৌথভাবে ছবি তোলেন। এরপর বক্তৃতায় জয়শঙ্কর বলেন, “ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা আফগানিস্তানের উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে উন্নীত করে পূর্ণাঙ্গ দূতাবাস হিসেবে চালু করা হবে।”

জয়শঙ্কর আফগানিস্তানে ভারতের মানবিক সহায়তা, উন্নয়ন প্রকল্প এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ক সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, “এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া আরও গভীর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় খুলে দেবে।”

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর ভারত কাবুলে তাদের দূতাবাস সীমিত আকারে চালু রাখে। জাতিসংঘের বিশেষ ছাড়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি এই সফরে ভারতে এসেছেন। এটি তালেবান ক্ষমতা গ্রহণের পর কোনো শীর্ষ আফগান নেতার প্রথম ভারত সফর হিসেবে দেখা হচ্ছে।


ঢাকা ভয়েস /এসএস



No comments

Powered by Blogger.