শীত না আসতেই ত্বক রুক্ষ? তেল দিয়েই শুরু হোক রূপচর্চা
ময়েশ্চারাইজার মাখার কিছুক্ষণ পরেই দেখা যায় ত্বকের জেল্লা নেই, শুষ্ক ভাব দেখা দিয়েছে। তৈলাক্ত ত্বকের সমস্যা এক রকম আর শুষ্ক ত্বকের সমস্যা আর এক। যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে তাদের মুখ সব সময়েই শুকনো দেখায়, বলিরেখাও পড়ে যায় তাড়াতাড়ি।এই সমস্যাটি বাড়ে মৌসুম পরিবর্তনের সময় থেকেই।শীত আসার অনেক আগেই ত্বকে টান ধরতে শুরু করে। হাতে-পায়ে খড়ি ফোটে। সমস্যা বাড়ে এসি ঘরে দীর্ঘ সময় থাকার ফলেও।যারা রূপচর্চা নিয়ে কাজ করেন, তারা বলছেন, শুষ্ক ত্বকের সমস্যা এক দিনে মেটার নয়।বরং পরিচর্যা দরকার নিয়মিত। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজারে বিশেষ নজর দেওয়া উচিত। প্রয়োজন হয় ত্বকের বাড়তি সুরক্ষাবর্মের, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।আর এই কাজেই সাহায্য করতে পারে তেল।কাঠবাদাম থেকে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল—ত্বকের জন্য প্রতিটি তেলের নিজস্ব উপকারিতা রয়েছে। তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া ফেস প্যাক।
কাঠবাদাম তেল
ভিটামিন এ, ই, ওমেগা থ্রি ফ্যাটি এসিড, জিঙ্কে ভরপুর কাঠবাদামের তেল। অভিনেত্রী জাহ্নবী কপূর প্রতিদিন মুখে কাঠবাদামের তেল মাখেন। এতে থাকা রেটিনয়েড বলিরেখা কমায়, ত্বক টানটান রাখে।কাঠবাদামের তেল দিয়ে বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। ১ টেবিল চামচ ওট্স দুধে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ কাঠবাদামের তেল। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর প্যাকটি মাখতে হবে। আলতো হাতে মাসাজ করে ১৫-২০ মিনিট মুখে বসতে দিন। তারপর ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল
অলিভ অয়েলে রয়েছে ভিটামিন এ এবং ই। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ওই তেল খেলে যেমন উপকার, ত্বকচর্চার ক্ষেত্রেও সমান উপকারী। বলি-অভিনেত্রী কাজল রূপচর্চার রুটিনে এই তেল রাখেন। তেলটি সরাসরি ত্বকে মাখা যায়। হাতে-পায়ের পাশাপাশি মুখেও মাখতে পারেন। আবার বানিয়ে নিতে পারেন শুষ্ক ত্বকের উপযোগী প্যাক।১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ ওট্স গুঁড়া এবং ৫-৬ ফোঁটা মধু মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মিশ্রণটি মুখে মাখুন। মাসাজ করে নিন কিছুক্ষণ। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এটি স্ক্রাবারেরও কাজ করবে।
ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল ত্বককে গভীর ভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। এতে রয়েছে ফ্যাটি এসিড, যা বলিরেখা দূর করার পাশাপাশি ত্বককে মসৃণ করতেও সাহায্য করে।এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। আরো মেশান ৩-৪ ফোঁটা মধু। মুখ পরিষ্কার করার পরে এটি মাখতে হবে। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন টাইফয়েড টিকা নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর এখানে
ঢাকাভয়েস/এই
No comments