লিফটে উঠে কোন দিকে তাকানো উচিত?
লিফটে ওঠা আমাদের প্রতিদিনের অভ্যাস। অফিস, শপিংমল বা বাসাবাড়ি— প্রায় সবখানেই লিফট ব্যবহার করতে হয়। কিন্তু খেয়াল করেছেন কি, লিফটে ওঠার পর আমরা অনেকেই অস্বস্তিতে পড়ে যাই? একসঙ্গে অপরিচিত বা সহকর্মীর পাশে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় বুঝে উঠতে পারি না কোথায় তাকাবো বা কীভাবে আচরণ করব। বিষয়টি ছোট হলেও সামাজিক আচরণে এর গুরুত্ব কম নয়।চলুন দেখি, লিফটে ওঠার পর কোন দিকে তাকানো উচিত, আর কীভাবে আচরণ করলে আপনাকে ভদ্র ও স্মার্ট লাগবে—
১. সামনে তাকানোই সবচেয়ে নিরাপদ
লিফটে ওঠার পর সাধারণত মানুষ সামনের দরজার দিকে তাকিয়ে থাকে। এটা সবচেয়ে স্বাভাবিক ভঙ্গি। এতে অস্বস্তিও হয় না, আবার অন্যদের বিরক্তও করে না।
২. মোবাইল ফোন কাজে লাগাতে পারেন
যদি একা মনে হয় বা কারও চোখে চোখ পড়ে অস্বস্তি হয়, তখন মোবাইল ফোন দেখতে পারেন। নোটিফিকেশন দেখা বা বার্তা পড়ার ভান করলেও সেটা আপনাকে ব্যস্ত রাখবে, একই সঙ্গে সামাজিক অস্বস্তি কাটাবে। তবে জোরে কথা বলবেন না, কারণ লিফট ছোট জায়গা— শব্দ বিরক্তি সৃষ্টি করে।
৩. চোখ নামিয়ে রাখা ভদ্রতা
সামনের দিকে তাকানো সম্ভব না হলে চোখ নিচে নামিয়ে রাখা ভদ্র আচরণ হিসেবে ধরা হয়। এতে আপনি কারও ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়বেন না।
৪. অচেনাদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা নয়
লিফট খুবই অল্প সময়ের যাত্রা। তাই চেনা মানুষ হলে হালকা অভিবাদন বা ছোট্ট হাসি যথেষ্ট। অচেনাদের সঙ্গে অযথা কথোপকথন শুরু করলে সেটা অনেক সময় অন্যের কাছে অস্বস্তিকর মনে হতে পারে।
৫. আয়নাযুক্ত লিফটে সাবধানতা
অনেক লিফটে আয়না থাকে। এখানে নিজের চেহারা দেখে ঠিক করা স্বাভাবিক হলেও বেশি সময় ধরে তাকানো বা ভঙ্গি মেপে দাঁড়ানো অন্যদের কাছে অদ্ভুত মনে হতে পারে। তাই সংযমী হোন।
৬. ভদ্রতা বজায় রাখুন
তাকানোর চেয়ে বড় বিষয় হলো আচরণ। লিফটে প্রবেশের আগে বের হওয়া মানুষকে আগে নামতে দিন, ভেতরে ঢুকেই কর্ণারে দাঁড়ান এবং প্রয়োজনে অন্যকে জায়গা দিন। এগুলোই আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তুলবে।
সংক্ষেপে, লিফটে কোথায় তাকাবেন সেটা নির্ভর করে পরিস্থিতির ওপর। তবে দরজার দিকে তাকানো বা মোবাইল হাতে রাখা— এই দুটি উপায় সবচেয়ে সহজ ও নিরাপদ। অল্প সময়ের যাত্রায় ভদ্রতা আর স্বস্তিই হলো আসল চাবিকাঠি।
No comments