এবার পেরুতেও ‘জেন জি’ বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
পেরুর রাজধানী লিমায় সরকার বিরোধী কয়েকশ বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।গতকাল শনিবার পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছুঁড়ে মারে।
পেরুতে সংগঠিত অপরাধ, সরকারি অফিসে দুর্নীতি ও সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামাজিক অস্থিরতার প্রতিবাদে এই বিক্ষোভ আয়োজন করে ‘জেনারেশন জি’ নামে এক যুব সংগঠন। পুলিশের উপস্থিতিতে শহরের কেন্দ্রস্থলে প্রায় ৫০০ লোক জড়ো হয়।
গ্ল্যাডিস নামে এক বিক্ষোভকারী বলেন, আজ দেশের গণতন্ত্র আগের মতো নেই। সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সেলিন আমাসিফুয়েন নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘কংগ্রেসের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, এমনকি জনগণের অনুমোদনও নেই। তারা এই দেশে সর্বনাশ ডেকে আনছে।’
বিক্ষোভকারীরা লিমায় নির্বাহী ও কংগ্রেস ভবনের দিকে যাওয়ার চেষ্টা করার সময় সংঘর্ষ শুরু হয়। রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে, সংঘর্ষে তাদের প্রতিবেদক ও একজন ক্যামেরাম্যান গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে কমপক্ষে তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।
ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধের কারণে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সমর্থন হ্রাস পেয়েছে। আগামী বছর তার মেয়াদ শেষ হবে।
No comments