Adsterra

লোড হচ্ছে...

পাখি ডিম পাড়ায় অস্ট্রেলিয়ায় এক মাসের জন্য ফুটবল মাঠ বন্ধ

 

পাখি ডিম পাড়ায় অস্ট্রেলিয়ায় এক মাসের জন্য ফুটবল মাঠ বন্ধ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

অস্ট্রেলিয়ার জেরাবোম্বেরা রিজিয়নাল স্পোর্টস কমপ্লেক্স এক মাসের জন্য বন্ধ করা হয়েছে। কমপ্লেক্সের কেন্দ্রীয় মাঠে সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি ডিম পাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্থানীয় নেটিভ ওয়াইল্ডলাইফ সার্ভিস ‘ওয়াইল্ডকেয়ার’-এর পরামর্শে কমপ্লেক্সের ফুটবল ক্লাব খেলার জন্য দলগুলোকে অন্য নিকটস্থ মাঠে স্থানান্তর করেছে। গত সপ্তাহান্তে খেলার জন্য আসা ফুটবল দলগুলো হঠাৎ অন্য মাঠে খেলার নির্দেশ পান।

প্লোভার পাখি ডিম ও বাচ্চাদের রক্ষা করতে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে ডাইভ বা জোরালো শব্দের মাধ্যমে সতর্ক করে।স্থানীয় কাউন্সিল জানিয়েছে, ‘দেশীয় প্রজাতির সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি ডিম সরানো প্রয়োজন হয়, বিশেষজ্ঞদের সহায়তায় এবং অনুমতিসহ তা করা হবে।আমাদের লক্ষ্য হলো খেলার মাঠ ও প্রাকৃতিক জীবন—উভয়কে রক্ষা করা।’মাঠটি প্রায় ২৮ দিন বন্ধ থাকবে। এই সময়ে স্থানীয় দলগুলোকে প্রশিক্ষণ ও খেলার সুবিধা দেওয়া হবে। কাউন্সিল খেলোয়াড় এবং ক্লাবগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।




No comments

Powered by Blogger.