অন্তরের প্রশান্তি যেভাবে মিলবে
আল্লাহর জিকিরের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের বহু সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহর নিয়োজিত কিছু বিশেষ ফেরেশতারা শুধু জিকিরকারীদের খুঁজে বেড়ান। তাঁরা জিকিরকারীদের হৃদয়ের বাসনাগুলো আল্লাহর কাছে পেশ করেন। মহান আল্লাহ পরম দয়ায় জিকিরকারীদের জিকিরকে কবুল করেন।তাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানোর ঘোষণা দেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ভ্রাম্যমাণ কিছু ফেরেশতা রয়েছেন, তাঁরা জিকিরের মজলিস খোঁজ করেন...অতঃপর হাদিসটি বর্ণিত হয়েছে। এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ তাআলা ভালোভাবে জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এলে হে? তারা বলে, আমরা আপনার কিছু বান্দার কাছ থেকে এসেছি, তারা আপনার তাসবিহ পাঠ করে, আপনার মাহাত্ম্য বর্ণনা করে, লা-ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আপনার প্রশংসা করে এবং আপনার কাছে প্রার্থনা করে। তিনি জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কী প্রার্থনা করে?’ তারা বলে, তারা আপনার কাছে জান্নাত প্রার্থনা করে।তিনি জিজ্ঞেস করেন, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা বলে, জি না, প্রভু। তিনি জিজ্ঞেস করেন, যদি তারা আমার জান্নাত দেখত, তবে কেমন হতো?তারা বলে, তারা আপনার কাছে আশ্রয় কামনা করে। তিনি জিজ্ঞেস করেন, তারা কিসের থেকে আশ্রয় প্রার্থনা করে, তারা বলে, আমাদের রব। আপনার জাহান্নাম থেকে। তিনি জিজ্ঞেস করেন, তারা কি আমার জাহান্নাম কখনো দেখেছে? তারা বলে জি না।তিনি জিজ্ঞেস করেন, যদি তারা জাহান্নাম দেখত, তবে কেমন হতো? তারা বলেন, তারা আপনার কাছে মাগফিরাত প্রার্থনা করে। তিনি বলেন, আল্লাহ তাআলা বলবেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তারা যা চেয়েছে, তা তাদেরকে দান করলাম এবং তারা যা থেকে আশ্রয় প্রার্থনা করেছে তা থেকে তাদেরকে আশ্রয় দিলাম। (আত তারগিব ওয়াত তারহিব, হাদিস : ৫৫৫৫)
আরও পড়ুন সরকার পক্ষপাত করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান
No comments