Adsterra

লোড হচ্ছে...

ওজন কমাতে কলা নাকি আপেল, কোনটি বেশি উপকারী ?

ওজন কমাতে কলা নাকি আপেল, কোনটি বেশি উপকারী,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

ফল হলো সুষম খাদ্যের অপরিহার্য অংশ। এরা শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্যাভাসে সবচেয়ে সহজলভ্য ও জনপ্রিয় দুইটি ফল হলো কলা ও আপেল। কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে এই দুই ফলের কোনটি বেশি কার্যকর ? চলুন, জেনে নিই।

কলা ও আপেলের পুষ্টিগুণের তুলনা

  • কলা (মাঝারি আকার) :
  • ক্যালরি : ১০৫
  • কার্বোহাইড্রেট : ২৫-২৮ গ্রাম
  • ফাইবার : প্রায় ৩ গ্রাম
  • বাড়তি উপাদান : পটাসিয়াম, ভিটামিন বি৬
  • শক্তি যোগায় : হ্যাঁ (প্রাকৃতিক চিনি থাকে)

আপেল (মাঝারি আকার) :

  • ক্যালরি : ৯৫
  • কার্বোহাইড্রেট : প্রায় ২৫ গ্রাম
  • ফাইবার : প্রায় ৪ গ্রাম
  • বাড়তি উপাদান : অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি
  • দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে : হ্যাঁ

কোন ফল কখন খাবেন ?

শরীরচর্চার আগে বা দ্রুত শক্তি পেতে চাইলে : কলা ভালো বিকল্প। এতে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়।

বিশেষ করে আধাপাকা কলায় রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে, যা ফাইবারের মতো কাজ করে ও পেট ভরিয়ে রাখে।

কম ক্যালরিতে বেশি সময় পেট ভরিয়ে রাখতে চাইলে : আপেল বেশি উপযোগী।

এতে বেশি ফাইবার রয়েছে, যা হজমে সময় নেয়, খিদে কমায় ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।

কলা আর আপেল, উভয়ই ওজন কমাতে সহায়ক। কিন্তু কোনটি খাওয়া উচিত, তা নির্ভর করে আপনার দৈনন্দিন রুটিন, খাদ্যাভ্যাস ও শরীরচর্চার ওপরে। দুইটি ফলই দিনের বিভিন্ন সময়ে খেতে পারেন।

যেমন- সকালে বা ওয়ার্কআউটের আগে কলা, দুপুরের পরে বা বিকেলে হালকা ক্ষুধা পেলে আপেল। এতে করে আপনি একসঙ্গে পুষ্টি, বৈচিত্র্য ও ওজন নিয়ন্ত্রণ সবকিছুই বজায় রাখতে পারবেন।

ওজন কমানোর জন্য শুধু ফল বাছাই করলেই হবে না। প্রয়োজন স্বাস্থ্যকর জীবনধারা। নিয়মিত ব্যায়াম, ঘুম ও পানি পান এবং অতিরিক্ত চিনি, তেল ও কার্বোহাইড্রেট এড়িয়ে চললে আপনার ডায়েটের কলা বা আপেল, উভয়ই আপনার ফিটনেস যাত্রায় দারুণ সঙ্গী হতে পারে।

No comments

Powered by Blogger.