Adsterra

লোড হচ্ছে...

কেন ‘বুম্বা’ ডাকা হয় প্রসেনজিৎকে? নেপথ্যে রয়েছে এক গল্প

 

কেন ‘বুম্বা’ ডাকা হয় প্রসেনজিৎকে? নেপথ্যে রয়েছে এক গল্প , ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

টলিউডের সর্বাধিক জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্রোপাধ্যায়। বলতে গেলে তিনিই ইন্ডাস্ট্রি। গত চার দশক ধরেই নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে ‘বুম্বা’ নামেই পরিচিত এ সুপারস্টার।এটাই তার ডাকনাম। কিন্তু কীভাবে এলো এই নাম? এর পেছনে রয়েছে তার শৈশবের এক গল্প। এক সাক্ষাৎকারে নিজের সেই গল্প প্রকাশ করেছেন প্রসেনজিৎ। খোলাসা করেছেন, কিভাবে এলো তার বুম্মা নামটি।

প্রসেনজিৎ বলেন, তিনি ছোটবেলা থেকেই আওয়াজপ্রেমী। অনেক বাচ্চাই যেমন হয়! ঢিক-ঢাক-ঢিশুম-ঢিশু.ছোট্ট প্রসেনজিৎ বলত ‘বুম’ ‘বুম’। তার বলার শেষে তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলত, ‘বা’। সেই থেকেই ছেলের নাম হয়ে গেল বুম্বা।শিশুশিল্পী হিসাবে প্রসেনজিতের প্রথম ছবি ‘জিজ্ঞাসা’-তে এই বুম্বা নামটিই কিন্তু ছিল। মা ডাকতেন, বুম। দাদা-পিসিদের কাছে তিনি বুড়ুন।প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক যিনি চার দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে রাজত্ব করে আসছেন। ১৯৮৩ সালে ‘দুটি পাতা’ সিনেমার মাধ্যমে তার নায়কোচিত যাত্রা শুরু হয়।৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি শুধু বাণিজ্যিক ধারায় নয়, বরং ঋতুপর্ণ ঘোষ পরিচালিত শিল্পধর্মী চলচ্চিত্রেও নিজেকে প্রমাণ করেছেন। তাকে বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ বলেও অভিহিত করা হয় তাকে।


No comments

Powered by Blogger.