Adsterra

লোড হচ্ছে...

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সুশীলা কার্কি‌কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার নেপালের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি দেশটির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে এই দায়িত্ব গ্রহণকে অভিহিত করেন।অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।ড. ইউনূস বলেন, সংকটময় ও চ্যালেঞ্জের এই সময়ে আপনার এ দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে যে, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা।বার্তায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।বার্তার শেষে ড. ইউনূস নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

 আরও পড়ুন বিশ্বের বেশির ভাগ দেশের গণতন্ত্র ধসে পড়েছে 

No comments

Powered by Blogger.