Adsterra

লোড হচ্ছে...

‘কুলি’থেকে ‘নয়া নোট’,ওটিটি এলো যেসব সিনেমা-সিরিজ


‘কুলি’থেকে ‘নয়া নোট’,ওটিটি এলো যেসব সিনেমা-সিরিজ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

নেটফ্লিক্স 

নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘সাইয়ারা’। অভিনয়ে আহান পান্ডে, অনীত পাড্ডা প্রমুখ।বিয়ে ভেঙে যাওয়ার পর হতাশ হয়ে পড়েছিল বানি। পরিবারের উৎসাহে নতুন জীবন শুরুর চেষ্টা করে। কাজ নেয় একটি নিউজ চ্যানেলে। প্রথম দিনেই তাঁর পরিচয় হয় উঠতি গায়ক কৃশের সঙ্গে। তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বানির। এগিয়ে যায় গল্প। 

চরকি 

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১১ সেপ্টেম্বর এসেছে বাংলা ফিকশন ‘খুব কাছেরই কেউ’ এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প এটি। গল্পের কেন্দ্রে রয়েছে এক জোড়া তরুণ-তরুণী, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনি। 

প্রাইম ভিডিও

প্রাইম ভিডিওতে ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তামিল সিনেমা ‘কুলি’। এতে অভিনয় করেছেন রজনীকান্ত, নাগার্জুন, সৌবিন সাহির, শ্রুতি হাসান। গল্পে দেখা যায়, সোনা চোরাচালানের ঘটনাকে ঘিরে সিনেমার গল্প। দেবা নামে এক কুলিদের ইউনিয়নের সাবেক নেতা তাঁর পুরোনো বন্ধুর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করে। এ তদন্ত করতে গিয়ে সোনা ও অঙ্গ চোরাচালান চক্রের সন্ধান পায় সে। 

আইস্ক্রিন

আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বাংলা ওয়েব ফিল্ম ‘নয়া নোট’। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, পার্থ শেখ প্রমুখ। এক বৃদ্ধ ভিখারির গল্প। সবাই তাঁর হাতে গুঁজে দেয় ছেঁড়া-ফাটা পুরোনো নোট। একদিন তাঁকে একটা চকচকে নতুন নোট দেয় একজন। খুশি হয়ে ওঠে সে। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে ওয়েব ফিল্মের মূল গল্প। 

আরও পড়ুন ফল নিয়ে অনিশ্চয়তা, উত্তেজনা 

No comments

Powered by Blogger.