বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে হলো ২৫৯৩ ডলার
বিশ্ব ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশের মাথাপিছু জিডিপি (মোট দেশজ উৎপাদন) ২০২৪ সাল শেষে ৬৩ ডলার বেড়ে হয়েছে ২ হাজার ৫৯৩ ডলার। ২০২৩ সালে ছিল ২ হাজার ৫৩০ ডলার। সংস্থাটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরেই বাংলাদেশের মাথাপিছু জিডিপি সবচেয়ে বেশি। প্রতিবেশি ভারতের মাথাপিছু জিডিপি ২০২৪ সালে ছিল ২ হাজার ৬৯৬ ডলার।
এশিয়ার ২০টি নিম্ন আয়ের দেশের তালিকায় মাথাপিছু জিডিপির ভিত্তিতে শীর্ষ অবস্থানে আছে জর্ডান। দেশটির মাথাপিছু জিডিপি ৪ হাজার ৬১৮ ডলার।
এই তালিকায় ২ হাজার ৫৯৩ ডলার মাথাপিছু জিডিপি নিয়ে বাংলাদেশের অবস্থান ১২তম।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, প্রতিবেশী ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে ১০০ ডলার বেশি। অন্যদিকে শ্রীলঙ্কার মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি।
তালিকায় অষ্টম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে প্রায় এক হাজার ডলার কম। এশিয়ায় সবচেয়ে কম মাথাপিছু জিডিপির দেশ আফগানিস্তান, যার পরিমাণ ৪১৩ ডলার।
No comments