দল নিবন্ধনের খোঁজ নিতে ইসিতে এনসিপি নেতারা
দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটের বিষয়ে খোঁজ নিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ তিনজন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদিকদের বলেন, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছে। সেটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম প্রক্রিয়াটি কোন পর্যায়ে রয়েছে?
তিনি জানিয়েছেন, মাঠপর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এনসিপিসহ অন্য যেসব রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল, তাদের যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের ব্যাপারে এ মাসের মধ্যেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে: মির্জা ফখরুলফ্যাসিস্ট শাসন ব্যবস্থা সবকিছু তছনছ করে দিয়েছে: মির্জা ফখরুল
তিনি বলেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক ডায়লগের আয়োজন করতে হবে। সে ডায়লগের অংশ হিসেবে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ।
প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, এনসিপি শুরু থেকেই প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছে। সে ব্যাপারেও আপডেট জানতে চেয়েছি। আমাদের জানানো হয়েছে যে, ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।
No comments