Adsterra

লোড হচ্ছে...

প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেল নেপাল

প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেল নেপাল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

প্রথম নারী প্রধানমন্ত্রীর পর এবার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল পেলো নেপাল। রমেশ বাদল জেন-জি বিক্ষোভের মুখে ওলি সরকারের পতনের পরপরই অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান। রবিবার তার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনিয়র আইনজীবী সবিতা ভান্ডারিকে নিয়োগ দিয়েছে নেপালের প্রেসিডেন্ট।


নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সবিতা ভান্ডারি। তিনি এখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব পেলেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সবিতার নিয়োগ চূড়ান্ত করার পাশাপাশি সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদলের পদত্যাগপত্র অনুমোদন করেছেন।


নেপালি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশেই ভান্ডারিকে এ পদে নিয়োগ করা হয়। সবিতা ভান্ডারি নেপালের জাতীয় তথ্য কমিশনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভান্ডারির কন্যা।


রবিবার সকালে প্রধানমন্ত্রী কার্কি ভান্ডারিকে এই পদের জন্য প্রস্তাব করেন। তিনি তা গ্রহণ করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। দুর্নীতিবিরোধী আন্দোলনে ওলি সরকার পতনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুশীলা কার্কি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে শুরু করেন।


এর আগে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস গড়েন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।


বয়স ৭২ বছর। সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সেটিও ছিলো একটি ইতিহাস। এখন আরও একটি ইতিহাসের সাক্ষী হলো হিমালয়ের দেশ নেপাল। দেশটির তরুণ প্রজন্মের কাছে সুশীলা কার্কির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

No comments

Powered by Blogger.