Adsterra

লোড হচ্ছে...

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকে পড়লেন আবিদুল

 

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকে পড়লেন আবিদুল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের নজিরও দেখা যাচ্ছে। ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকে পড়েছেন। 

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল নয়টার একটু আগে। শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থী ভোট দিচ্ছেন। সেখানে ঢুকে পড়েন আবিদুল।

এই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সংবাদ মাধ্যমকে জানান, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’ এরপর মোস্তাক গাউসুল হক জগন্নাথ হলের ভোট কেন্দ্রে গিয়ে জানান, তিনি সেখানে যাওয়ার পর আর কাউকে দেখেননি। আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে আবিদুল সংবাদ মাধ্যমের কাছে অভিযোগও করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ডের ব্যবস্থা করেনি। যার ফলে মেয়েদের হলের ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না তিনি। যদিও কিছুক্ষণ পর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কাছে শামসুন নাহার হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়। সেখানে তাকে দেখে বেশ কিছু শিক্ষার্থী উষ্মা প্রকাশ করেন। 

শুধু তিনিই নন, ছাত্রদল প্যানেলের লিফলেট বিলি করতে দেখা যায় একাধিক কর্মীকে। তাদের জিজ্ঞেস করতে জানা যায়, তারা এই লিফলেট বিলি করছেন, যেন ব্যালট নম্বর মনে রাখতে পারেন শিক্ষার্থীরা।

No comments

Powered by Blogger.