জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে দেশ এগোতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেননি।বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। ‘স্কুল অব লিডারশিপ’ নামক সংগঠনের উদ্যোগে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস : হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক এ আলোচনা হয়।আমীর খসরু বলেন, অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশটার একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু না যাওয়ার কারণে দেশ দিন দিন নিচের দিকে যাচ্ছে, সংকট প্রকট থেকে প্রকট হচ্ছে।' কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'সরকার এখানে, জনগণ ওখানে; মাঝখানে কোনো ব্রিজ নেই। সেই কারণে পুলিশ কাজ করছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারছেন না। আইনশৃঙ্খলা নেই, ব্যবসা-বাণিজ্য নেই। মিল-ফ্যাক্টরিতে নতুন বিনিয়োগ হচ্ছে না।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলে ছাত্ররা ঘোষণা দিয়েছিল। কিন্তু ১ বছর পর তা বাস্তবায়নের চিত্র পরিলক্ষিত হয়নি। অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে।বিশেষ অতিথির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ১৬ বছরের জুলুম-অত্যাচার ও বাকস্বাধীনতা হরনের গণবিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। সুদীর্ঘ বঞ্চনার পর ছাত্রজনতা এ অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু দেশ এখন অস্থিতিশীল পর্যায়ে চলে গেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাকিস্তানের কনস্যুলার কামরান ডাঙ্গাল, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, বিএনপির সহস্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ, স্কুল অব লিডারশিপের কোষাধ্যক্ষ বিপু চৌধুরী, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার প্রমুখ।
No comments