Adsterra

লোড হচ্ছে...

দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে যে দোয়া পড়ব

 

দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে যে দোয়া পড়ব,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

কিয়ামতের আগে মানুষ যেসব ভয়াবহ বিপদ ও পরীক্ষার সম্মুখীন হবে দাজ্জালের ফেতনা এর মধ্যে অন্যতম। মহানবী (সা.) সব সময় দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় চেয়ে নিম্নের দোয়া করতেন।  

اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ القَبْرِ، وَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম, ওয়া মিন আজাবিল কাবরি, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি, জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই।

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা যখন (নামাজের বৈঠকে) তাশাহুদ পাঠ করবে তখন যেন চার বস্তু থেকে আশ্রয় চেয়ে বলবে ...। (সহিহ মুসলিম, হাদিস নং : ৫৮৮)।

অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) উল্লিখিত দোয়া পাঠ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ১৩৭৭)

তা ছাড়া দাজ্জালের পরীক্ষা থেকে বাঁচতে পবিত্র কোরআনের সুরা কাহাফের শুরুর ১০ আয়াত মুখস্থের কথাও হাদিসে এসেছে।আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সুরা কাহাফের শুরুর ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে। ’ (সহিহ মুসলিম, হাদিস নম্বর : ৮০৯)

 

No comments

Powered by Blogger.