Adsterra

লোড হচ্ছে...

গর্ভাবস্থায় ও প্রসবের পর ৬৬% নারী বিষণ্নতা-উৎকণ্ঠায় ভোগেন

গর্ভাবস্থায় ও প্রসবের পর ৬৬% নারী বিষণ্নতা-উৎকণ্ঠায় ভোগেন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangl

গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর ৬৬ শতাংশ নারী বিষণ্নতা ও উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। আইসিডিডিআর,বির অ্যাডসার্চ প্রকল্পের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে আইসিডিডিআর,বির মিলনায়তনে গবেষণার তথ্য প্রকাশ করা হয়।

এই গবেষণার আওতায় ২০২২ সালের সেপ্টেম্বর থেকে গত জুলাই পর্যন্ত ঢাকার বাইরে সাতটি জেলা হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালের ৭ হাজার ৫০০ জনকে পর্যবেক্ষণ করা হয়। তারা অ্যাডসার্চ প্রকল্পের মনস্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলবিং সেন্টার থেকে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন। বিষণ্নতায় ভোগা নারীদের মধ্যে দীর্ঘস্থায়ী দুঃখবোধ, ঘুমের ব্যাঘাত, কাজের আগ্রহ ও আনন্দ হারানো, ক্লান্তি, নিজেকে দোষারোপ, খাবারে অরুচি, মনোযোগের অভাব এবং কখনও কখনও আত্মহত্যার চিন্তা ইত্যাদি লক্ষণ পাওয়া গেছে। উদ্বেগের সাধারণ লক্ষণের মধ্যে ছিল নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা, হঠাৎ ভয় পাওয়া ও অস্থিরতা। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর ৭৭ শতাংশ নারী বিষণ্নতা কিংবা উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। এর মধ্যে ৬৬ শতাংশ নারীর ক্ষেত্রে একই সঙ্গে এ দুই সমস্যা থাকে।

অ্যাডসার্চ পরিচালিত বাস্তবায়নাধীন গবেষণা প্রকল্প মনস্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলবিং সেন্টার। সাতটি কেন্দ্রের তথ্য নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, প্রায় সব স্বাস্থ্যকর্মী এই সেবার বাস্তবায়নকে কার্যকর ও সম্ভাবনাময় মনে করেছেন। একই সঙ্গে ১ হাজার ৯ জন অন্তঃসত্ত্বা ও প্রসবোত্তর নারী এই সেবাকে গ্রহণযোগ্য, উপকারী এবং নিরাপদ বলে মূল্যায়ন করেছেন। বিশেষজ্ঞরা এই মডেল উদ্যোগ দেশে নারীর মানসিক স্বাস্থ্যসেবার জন্য কার্যকর দৃষ্টান্ত হতে পারে বলে মতপ্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিডিআর,বির মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিভিশন ডিরেক্টর ড. আনিসুর রহমান।

গবেষণায় জানা গেছে, দেশে নারীদের মানসিক রোগে আক্রান্ত হওয়ার হার পুরুষের তুলনায় বেশি। গর্ভকালীন ও প্রসবোত্তর সময়ে এই ঝুঁকি বেড়ে যায়। 

No comments

Powered by Blogger.