মোটরসাইকেলের চাবি হারিয়ে গেলে কী করবেন ?
মোটরসাইকেল চালকদের জন্য সবচেয়ে বড় ঝামেলার একটি হলো চাবি হারিয়ে যাওয়া। অনেক সময় হঠাৎ চাবি খুঁজে না পাওয়া মানেই ভোগান্তি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু সচেতন পদক্ষেপ নিলে সমস্যার সমাধান করা সম্ভব।
রিজার্ভ চাবি খুঁজে দেখুন
সাধারণত নতুন মোটরসাইকেলের সঙ্গে একটি রিজার্ভ চাবি দেওয়া হয়। প্রথমেই সেটি খুঁজে বের করার চেষ্টা করুন। এটি থাকলে সমস্যার সমাধান অনেক সহজ হয়ে যাবে।
চাবিওয়ালার সাহায্য নিন
রিজার্ভ চাবি না থাকলে স্থানীয় চাবিওয়ালা ডেকে নিতে পারেন। অভিজ্ঞ চাবিওয়ালা হারানো চাবির মডেল মিলিয়ে নতুন চাবি তৈরি করতে পারবেন। এতে সময় ও খরচ দুটোই কম।
শোরুম বা সার্ভিস সেন্টারে যোগাযোগ
বাইক কোম্পানির অনুমোদিত শোরুম বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করলে মডেল ও চেসিস নম্বর অনুযায়ী নতুন চাবি সংগ্রহ করা যায়। যদিও এতে খরচ কিছুটা বেশি, তবে এটি নির্ভরযোগ্য উপায়।
লক সেট পরিবর্তন
চাবি একেবারেই না পেলে ইগনিশন লকসহ পুরো লক সেট (ইগনিশন, সিট, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ) পরিবর্তন করতে হয়। যদিও এটি তুলনামূলক ব্যয়বহুল সমাধান, তবুও নিরাপত্তার জন্য এটি কার্যকর।
নিরাপত্তা ব্যবস্থা নিন
চাবি হারানোর পর বাইক বাইরে রাখলে অবশ্যই অতিরিক্ত তালা বা ডিস্ক লক ব্যবহার করুন। সন্দেহ হলে নিকটস্থ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করাও জরুরি, বিশেষ করে যদি চাবি হারানোর বদলে চুরি হয়ে থাকে।
সব মিলিয়ে বলা যায়, মোটরসাইকেলের চাবি হারালে প্রথমেই রিজার্ভ চাবি ব্যবহার করতে হবে। সেটি না থাকলে লকস্মিথ, শোরুম কিংবা লক সেট পরিবর্তনের মাধ্যমে সমাধান নিতে হবে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো বাইকের নিরাপত্তা নিশ্চিত করা।
No comments