Adsterra

লোড হচ্ছে...

শাহরুখপুত্রের ওয়েব সিনেমার প্রিমিয়ারে আম্বানি পরিবার

 


শাহরুখপুত্রের ওয়েব সিনেমার প্রিমিয়ারে আম্বানি পরিবার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো পা রাখলেন বিনোদন জগতে পরিচালক হিসেবে।  আ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’। তার আগের দিন বুধবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় সিরিজের বিশেষ প্রদর্শনী। তারকাখচিত বিশেষ প্রদর্শনী কেন্দ্র করে তারার মেলা বসেছিল। উপস্থিত ছিলেন ভারতীয় শিল্পীপতি মুকেশ ও নীতা আম্বানি।শাহরুখ খান, গৌরী খান, সুহানা খান, আরিয়ান খান ও আবরাম- সবাই ছিলেন ঝলমলে সাজে।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, হাত ধরে প্রিমিয়ার ভেন্যুতে প্রবেশ করছেন মুকেশ ও নীতা। ক্যামেরার সামনে সযত্নে পোজ দিয়ে তারা সকলের নজর কাড়েন। বরাবরের মতো ঝলমলে শাড়িতে নজর কাড়েন নীতা আম্বানি।মুকেশ ও নীতা অম্বানি ছাড়াও আলাদা করে উপস্থিত হন আকাশ অম্বানি–শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট। ঈশা অম্বানি হাজির হন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নন্দার সঙ্গে।বলিউড থেকে হাজির হন অজয় দেবগণ–কাজল, রণবীর কাপুর–আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, অনন্যা পান্ডেসহ আরও অনেক তারকা।সিরিজের অভিনয়শিল্পীদের মধ্যে লক্ষ্ম্য, রাঘব জুয়াল, সাহের বম্বা, ববি দেওল, গৌতমি কাপুর, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী ও অন্যা সিংও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।সবচেয়ে বড় চমক হলো, এই সিরিজে থাকছে তারকাখচিত ক্যামিও- রণবীর সিং, সালমান খান, আমির খান, এস. এস. রাজামৌলি, বাদশাহ, দিশা পাটানি ও আরও অনেকে।

আরও পড়ুন সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস: শাবনূর


No comments

Powered by Blogger.