সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস: শাবনূর
ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নেন ঢাকাই সিনেমার এই স্বপ্নের নায়ক। অকাল প্রয়াণে তিনি মাত্র ২৫ বছর বয়সেই বিদায় নিলেও আজও কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন।চলচ্চিত্র জীবনে সবচেয়ে জনপ্রিয় ও সফল জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। একসঙ্গে এই জুটি পর্দায় হাজির হলেই দর্শকের কাছে তৈরি হতো এক বিশেষ আকর্ষণ। তাদের রসায়ন ঢাকাই সিনেমায় কিংবদন্তীর মর্যাদা পেয়েছে।বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করছেন শাবনূর। চলচ্চিত্রে নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরব থাকেন। প্রিয় সহঅভিনেতার জন্মদিনে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন আবেগঘন একটি স্মৃতিচারণা।নিজের ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, “শুভ জন্মদিন স্বপ্নের নায়ক। বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা প্রয়াত সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নায়ক এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে—বেঁচে থাকবে চিরকাল।”শাবনূর বলেন, “তার (সালমান) কালজয়ী চলচ্চিত্রগুলো আজও দর্শকদের মনে বিশেষ স্থান দখল করে আছে। সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেকেই বলেছেন, সালমান শাহ-ই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।”সবশেষে লিখেন,”জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমায় জান্নাতবাসী করুন, আমিন।”
আরও পড়ুন স্কুবা-ডাইভিং দুর্ঘটনায় ‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন মারা গেছেন
No comments