Adsterra

লোড হচ্ছে...

বাংলাদেশের কোথায় সবচেয়ে কম মূল্যে আবাসিক থাকা যায় ?

বাংলাদেশের কোথায় সবচেয়ে কম মূল্যে আবাসিক থাকা যায়, ঢাকার সদরঘাটের ভাসমান হোটেল, মিটফোর্ড হাসপাতাল, ফরিদপুর মুসলিম হোটেল, শরিয়তপুর মুসলিম হোটেল, ঢাকা


উত্তর ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বুড়িগঙ্গার বুকে ভাসমান হোটেলে।

এ কথা শুনে যে কারোর কপাল-ই কুঁচকে যাবে। হ্যাঁ, ঢাকাতেই মাত্র ৫০ টাকায় আপনি হোটেল সুবিধায় থাকতে পারবেন। বলছি ঢাকার সদরঘাটের ভাসমান হোটেলের কথা। এই ভাসমান হোটেলগুলো আপনাকে কোনো তারকা হোটেলের সুবিধা দেবেনা। তবে, ব্যয়বহুল ঢাকা শহরে কম টাকায় আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে ঠিকই।
সদরঘাট লঞ্চ টার্মিনালের অদূরে মিটফোর্ড হাসপাতালের বিপরীতে ভাসমান হোটেলগুলোর অবস্থান। বাবুবাজার ব্রিজের নিচের দিকে তাকালেই বাড়ি সাদৃশ্য পাঁচটি লঞ্চ দেখা যায়। পাঁচটি লঞ্চের মাত্র দুটিতে নাম লেখা আছে। 'ফরিদপুর মুসলিম হোটেল' আর 'শরিয়তপুর মুসলিম হোটেল'। বাকীগুলোর নাম নেই।


লিখেছেন ঃ বোহেমিয়ান ফয়সাল

চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com


No comments

Powered by Blogger.