ঐতিহ্যবাহী ডিমলা কালীমন্দির
ঐতিহ্যবাহী ডিমলা কালীমন্দির, রংপুর।
দুই বছর পর রাজা জানকি বল্লভ সেন মারা গেলে তার স্ত্রী বৃন্দারাণী চৌধুরানী ডিমলা রাজদেবোত্তর এস্টেটটি পরিচালনার দায়িত্ব নেন। এ সময় দ্রুতগতিতে এগোতে থাকে কালীমন্দিরের নির্মাণকাজ। চিত্রকলা শিল্পীদের নিপুণ ছোঁয়ায় ১৯১৬ সালে শেষ হয় সুবৃহৎ কালীমন্দিরের নির্মাণকাজ।
মন্দিরটিতে বাংলা বর্ষবরণ উৎসব, শারদীয় দুর্গোৎসব, অমাবস্যা, জন্মাষ্টমী, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, দোলযাত্রা, শিবরাত্রি ব্রত, রাম জন্মজয়ন্তিসহ সরস্বতী ও দীপান্বিতা কালীপূজার রাতে বিশেষ পূজা ও উৎসব আয়োজনে দূরদূরান্তের ভক্তদের আগমনে ভরে ওঠে এর পুরো প্রাঙ্গণ।
লিখেছেন ঃ বোহেমিয়ান ফয়সাল
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments