সলিমুল্লাহ এতিমখানা, ৪৮, আজিমপুর রোড, ঢাকা
১৯০৯ সালে নবাব স্যার সলিমুল্লাহ ঢাকায় সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা করেন যেটি প্রাথমিকভাবে ইসলামিয়া এতিমখানা নামে পরিচিত ছিল। এটি আহসান মঞ্জিলের নিকটবর্তী কুমারটুলিতে একটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল।এতিমখানাটি পরিচালনার জন্য স্যার সলিমুল্লাহ মাসিক ২০০ রুপি অনুদান হিসেবে দান করেন। ১৯১২ সালে এতিমখানা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এতিমের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৯১৩ সালে লালবাগ দুর্গের নিকটবর্তী আজিমপুরে এটি স্থানান্তর করা হয়।
১৯১৩ সালে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল (১৯১২-১৯৭১) এতিমখানা পরিদর্শন করেন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ১০০০( এক হাজার) রুপি প্রদান করেন। তিনি এতিমখানার ভবন নির্মাণের জন্য, আমলাপাড়া গোরে শহীদ মসজিদের নিকট একটি সরকারী জমিও বরাদ্দ করেন। এর বেশিরভাগ ব্যয় বহন করেছেন খাজা সলিমুল্লাহ। তাঁর মৃত্যুর পর এতিমখানাটির ব্যবস্থাপনা এক বিশাল অর্থনৈতিক সংকটের সন্মুখীন হয়। এহেন অবস্থায় ঢাকা শহরের অনেক স্থানীয় বাসিন্দা আর্থিক সহায়তার দ্বার উন্মোচন করেন এবং এতিমখানাটির নতুন নামকরণ করেন সলিমুল্লাহ এতিমখানা।
লিখেছেন ঃ বোহেমিয়ান ফয়সাল
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments