Adsterra

লোড হচ্ছে...

ভালোবাসা আছে, তবু দূরত্ব কেন বাড়ে?

ভালোবাসা আছে, তবু দূরত্ব কেন বাড়ে? ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

 ভালোবাসা থাকা মানেই সব ঠিক থাকবে এই ধারণাটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুল। অনেক সম্পর্কেই দেখা যায়অনুভূতি এখনো আছেমায়া আছেতবু অজান্তেই দুজনের মাঝখানে বেড়ে ওঠে এক অদৃশ্য দূরত্ব। কথা হয় কমবোঝাপড়া হয় আরও কম। প্রশ্ন জাগে -যেখানে ভালোবাসা আছেসেখানে দূরত্ব আসে কীভাবে?

কথা কমে গেলে দূরত্ব বাড়ে

এক সময় যাদের সঙ্গে দিনের ছোট-বড় সব গল্প ভাগাভাগি হতোসময়ের সঙ্গে সেই কথাগুলো কমতে থাকে। ব্যস্ততাকাজের চাপ কিংবা পরে বলব ,এই শব্দগুলো ধীরে ধীরে সম্পর্কের ভেতর নীরবতা ঢুকিয়ে দেয়। সমস্যাটা কথা কম হওয়া নয়সমস্যা হলো না বলা অনুভূতিগুলো জমে থাকা। আর এই জমে থাকা অনুভূতিই এক সময় দূরত্বের দেয়াল তৈরি করে।

ধরে নেওয়ার ভুল

অনেক সম্পর্কেই আমরা ধরে নিই সে তো আমাকে বোঝেই। কিন্তু বাস্তবতা হলোমনের কথা না বললে কেউই ঠিকভাবে বুঝতে পারে না। প্রত্যাশা বলা না হলে তা অভিযোগে রূপ নেয়। অভিযোগ জমতে জমতে ভালোবাসার জায়গায় তৈরি হয় অভিমানআর অভিমান থেকেই জন্ম নেয় দূরত্ব।

সময় বদলায়মানুষ বদলায়

সময় কারও জন্য থেমে থাকে না। মানুষ বদলায়চিন্তা বদলায়চাহিদাও বদলায়। কিন্তু সম্পর্কের ভেতরে যদি এই পরিবর্তনগুলো নিয়ে খোলাখুলি কথা না হয়তাহলে একজন এগিয়ে যায়অন্যজন থেকে যায় পিছিয়ে। এই অসম যাত্রাই ধীরে ধীরে দুজনকে আলাদা পথে নিয়ে যায় ,ভালোবাসা থাকা সত্ত্বেও।

ডিজিটাল কাছাকাছিমানসিক দূরত্ব

দিনভর চ্যাটইমোজিরিল শেয়ার সবই চলছে। তবু মন খারাপের সময় পাশে কাউকে পাওয়া যায় না। ডিজিটাল যোগাযোগ আমাদের কাছাকাছি এনেছে ঠিকইকিন্তু গভীর অনুভূতির জায়গাটা অনেক সময় ফাঁকা করে দেয় স্ক্রিনের আড়ালে থেকে বলা যায় অনেক কিছুকিন্তু অনুভব করা যায় না সবকিছু।

নিজেকে হারিয়ে ফেলার ভয়

অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে মানুষ নিজের ইচ্ছাস্বপ্নঅনুভূতি চাপা দিতে শুরু করে। বাইরে থেকে সম্পর্ক ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে জমে ওঠে শূন্যতা। নিজের সঙ্গে দূরত্ব তৈরি হলেসেই দূরত্ব প্রভাব ফেলে সম্পর্কেও।

তাহলে সমাধান কোথায়?

দূরত্ব মানেই সম্পর্ক শেষ ,ব্যাপারটা এমন নয়। সময় থাকতেই কথা বলাঅনুভূতি প্রকাশ করাএকে অন্যকে নতুন করে শোনা জরুরি। ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়প্রকাশ করার বিষয়ও। মাঝে মাঝে থেমে নিজেকে প্রশ্ন করা দরকার , আমি কি তাকে শুনছি?

ভালোবাসা থাকা সত্ত্বেও দূরত্ব বাড়েকারণ আমরা অনেক সময় ভালোবাসাকে স্বাভাবিক ধরে নিই। যত্ন না নিলে যেমন ফুল ঝরে যায়তেমনি যত্ন না পেলে সম্পর্কেও ফাটল ধরে। দূরত্ব কমাতে সবচেয়ে বড় প্রয়োজন সৎ কথাসময় আর একে অন্যকে আবার নতুন করে বুঝার  চেষ্টা।

 আরও পড়ুন  ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি তবে ইরান? 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.