Adsterra

লোড হচ্ছে...

কখন ব্রেকআপটাই জরুরি?

 

কখন ব্রেকআপটাই জরুরি? ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

প্রেম কিংবা সম্পর্ক মানেই সবসময় সুখের নয়। শুরুটা যতটা রঙিন হোক না কেন, সময়ের সাথে সাথে সম্পর্কের গভীরে দেখা দিতে পারে ফাটল। আর সেই ফাটল যদি বারবার আঘাত হানে মানসিক শান্তিতে, তবে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে ব্রেকআপ করাটাই হতে পারে শ্রেয়।

প্রথমত, যদি সম্পর্কটি মানসিক নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়, তবে তা থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। বারবার অপমান, সন্দেহ, নিয়ন্ত্রণ করার প্রবণতা কিংবা আত্মসম্মানে আঘাত—এসব কোনো সম্পর্কেরই স্বাস্থ্যকর লক্ষণ নয়। একজন মানুষ যদি তার ভালোবাসার মানুষটির পাশে থেকেও একাকীত্ব অনুভব করেন, তাহলে সেই সম্পর্কের অর্থ কী?

দ্বিতীয়ত, বিশ্বাসহীনতা সম্পর্ককে নষ্ট করে দেয় ভিতর থেকে। একবার প্রতারণা মেনে নেওয়া গেলেও, যদি সেটা অভ্যাসে পরিণত হয়, তবে তা আর মানিয়ে নেওয়ার নয়। সম্পর্কের ভিত্তি যদি আস্থা না হয়, তবে ভবিষ্যতেও সেখানে শুধুই দুর্ভোগ অপেক্ষা করে।

তৃতীয়ত, লক্ষ্য ও মূল্যবোধের বড় ফারাক থাকলে দীর্ঘমেয়াদী সম্পর্ক টেকানো কষ্টকর হয়। যদি একজন জীবনের লক্ষ্যকে গুরুত্ব দেয় আর অন্যজন সবকিছুকে হেলাফেলা করে, তবে সেখানে বোঝাপড়ার অভাব দেখা দেয়। সম্পর্ক তখন বোঝার জায়গা থেকে চাপের জায়গায় রূপ নেয়।

এছাড়াও, যদি সম্পর্কটি ব্যক্তিত্বের বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়—নিজেকে হারিয়ে ফেলতে হয় অন্যজনের চাহিদা মেটাতে গিয়েই—তবে নিজেকে ভালো রাখার জন্যই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার।

সবশেষে, ব্রেকআপ মানেই ব্যর্থতা নয়। এটা হতে পারে নিজের প্রতি দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্পর্কের ভিত যদি নড়বড়ে হয়ে যায়, সেখানে বারবার মেরামতের চেয়ে নিজের মানসিক শান্তি ও নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে কখনো কখনো ছেড়ে দেওয়াটাই বেশি সাহসী সিদ্ধান্ত।


 আরও পড়ুন  ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি তবে ইরান? 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.