Adsterra

লোড হচ্ছে...

নতুন বছরের শুরুতেই ওজন কমাতে ৫ খাবার খান


নতুন বছরের শুরুতেই ওজন কমাতে ৫ খাবার খান ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

শুরু হলো নতুন বছর। এখন থেকেই ওজন কমানোর জার্নি শুরু করতে চাইলে একটু সচেতন হোন। খাদ্যতালিকায় পরিবর্তন আনুন। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে প্রথম যে খাবারটি খাবেন সেটি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, সঠিক খাবার দিয়ে দিন শুরু করলে সহজেই ওজন কমানো যায়। এজন্য খালি পেটে কিছু খাবার খেতে হবে। এতে বিপাক ক্রিয়া দ্রুত কাজ করে। শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয় এবং ক্ষুধা কমে। ফলে ওজন দ্রুত কমে।

সকালে খালি পেটে কী খেলে ওজন কমবে?

ভেজানো আমন্ড বা আখরোট

ওজন কমাতে সকালে খালি পেটে ভিজিয়ে রাখা বাদাম ও আখরোট খান। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি থাকে, যা বিপাক বৃদ্ধি করে। ক্ষুধা  কমাতেও সাহায্য করে এ খাবার। এছাড়া বাদাম দীর্ঘ সময় শরীরের জন্য শক্তি সরবরাহ করে।

আমলকি

পুষ্টিবিদরা মনে করেন খালি পেটে আমলকির জুস পান করলে ওজন কমানো সম্ভব। এটি বিপাক হার বৃদ্ধি করে, হজমশক্তি উন্নত করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। তবে, আমলকির জুসে মিষ্টি বা চিনি মেশানো যাবে না। 

ব্রাজিল নাট

ব্রাজিল নাট সেলেনিয়াম, প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ। যা বিপাকক্রিয়াকে উন্নত করতে কার্যকর। ব্রাজিল নাট থাইরয়েডের রোগীদের জন্য ভালো, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে। ওজন কমানোর ইচ্ছা থাকলে সকালে খালি পেটে এই ব্রাজিল নাট খেয়ে দেখুন। 

হলুদ ও গোলমরিচ ভেজানো পানি

ওজন কমাতে খালি পেটে হলুদ ও গোলমরিচ মিশ্রিত গরম পানি পান করুন। এটি বিপাকক্রিয়া উন্নত করে। স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্যও এ পানীয় গুরুত্বপূর্ণ। শরীরের গঠন উন্নত করতেও উপকারী এ পানীয়। 

চিয়া সিডের পানি

খালি পেটে চিয়া সিডের পানি পান করতে পারেন। এটি ওজন নিয়ন্ত্রণের জন্য কার্যকর পানীয়। এটি সরাসরি শরীরের ফ্যাট বার্ন করে না। তবে ক্ষুধা কমাতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। ক্ষুধা কমলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ফলে শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য শরীর অতিরিক্ত ফ্যাট বার্ন করে এবং ওজন কমে | 

 আরও পড়ুন  বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথপ্রদর্শক খালেদা জিয়া    

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.