বিঞ্জ ইটিং কী? জেনে নিন কারণ ও প্রতিরোধের উপায়
স্বাস্থ্যকরভাবে বিঞ্জ ইটিং মোকাবেলা করতে করণীয় :
১। প্রোটিন ও ফাইবারযুক্ত স্ন্যাক্স : রোস্টেড চানা, রোস্টেড বাদাম বা মাখনা স্বাস্থ্যকর বিকল্প।
২।ওমেগা ৩ ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার : এ ধরনের খাবার মনকে শান্ত রাখে এবং পেটও ভরিয়ে রাখে।
৩। পপকর্ন : সল্টেড পপকর্ন নিরাপদ, তবে মাখন বা চিজের পপকর্ন এড়ানো উচিত।
৪। ঘরে তৈরি এনার্জি বল : ওটস, মধু, বাদাম ও বিভিন্ন বীজ দিয়ে ছোট গোল বল তৈরি করে ফ্রিজে রাখুন।এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে।
৫। ড্রাই ফ্রুট ও তিলের বার : মিষ্টির প্রতি আকাঙ্ক্ষা কমাতে উপযুক্ত।
৬। ওটসের ক্ষীর : ওটস ও দুধে খেজুর, কাঠবাদাম, কিশমিশ ও কলা মিশিয়ে ঘরে তৈরি ক্ষীর স্বাস্থ্যকর মিষ্টির বিকল্প।
বিঞ্জ ইটিং প্রতিরোধ করতে হলে শুধু খাবার নয়, মানসিক চাপও কমাতে হবে। স্বাস্থ্যকর স্ন্যাক্স ও পরিকল্পিত খাবারের মাধ্যমে খাওয়ার নিয়ন্ত্রণ ফিরে আনা সম্ভব।
আরও পড়ুন সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প
ঢাকাভয়েস/এই


No comments